মেক্সিকোতে মা-ছেলেকে হত্যার দায়ে গ্রেপ্তার ২

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১২:০৪

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস): মেক্সিকোর প্রসিকিউটররা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, পুলিশ এক মা ও তার ছেলেকে হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই মা তার অন্য নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে নিহত হন বলে জানা গেছে। 

মেক্সিকোর গুয়াদালাজারা থেকে এএফপি এ খবর জানায়।

গত সপ্তাহে জালিসকো রাজ্যে ২৬ বছর বয়সী জেইম ড্যানিয়েল রামিরেজ মোরালেসের সাথে মারিয়া দেল কারমেন মোরালেসকে গুলি করে হত্যা করা হয়। তারা একসাথে গত বছর নিখোঁজ হওয়া আরেক ছেলের খোঁজ করছিলেন।

মা গুয়েরোস (৪৩) বাসকাডোরেস কালেক্টিভের সদস্য ছিলেন। বাসকাডোরেস কালেক্টিভ নিখোঁজ আত্মীয়দের খোঁজে কাজ করে।

গত মার্চ মাসে জালিসকোতে একটি সন্দেহভাজন মাদক কার্টেল প্রশিক্ষণ শিবিরে হাড়, জুতা এবং পোশাক আবিষ্কারের ঘটনা মেক্সিকোকে হতবাক করে দেয়। 

তদন্তকারীরা জানিয়েছেন, গত ২৩ এপ্রিল মধ্যরাতে হামলাকারীরা তাদের বাড়ির কাছে একটি মোটরসাইকেল থেকে মা ও ছেলের ওপর গুলি চালায়। খুনিরা যখন তার ছেলেকে টার্গেট করে তখন মোরালেস তার ছেলেকে রক্ষার চেষ্টা করছিলেন।

পশ্চিম জালিস্কো রাজ্যের প্রসিকিউটর কার্যালয় অভিযুক্ত খুনিদের একজনের নাম জুয়ান ম্যানুয়েল এন. বয়স ২৭ বছর এবং অন্যজন হোসে লুইস এন. বয়স ২৪ বছর বলে জানায়। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি আরো এক ডজন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা সন্দেহ প্রকাশ করেছে প্রসিকিউটর কার্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০