ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট কলরকে গৃহবন্দির অনুমতি

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৪:০০

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ফের্নান্দো কলর দে মেলোকে মানবিক বিবেচনায় গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একজন বিচারক।

সাও পাওলো থেকে এএফপি জানায়, এক দশকব্যাপী সামরিক শাসনের অবসানের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কলর গত সপ্তাহে ৯ বছরের কারাদণ্ড ভোগ করতে শুরু করেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিনেটর থাকাকালে ঘুষ নেওয়ার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন।

৭৫ বছর বয়সী কলর পার্কিনসন রোগে আক্রান্ত। তিনি একটি নির্মাণ কোম্পানি এবং পেট্রোব্রাসের একটি সাবেক সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পাদনে সহায়তা করার বিনিময়ে দুই কোটি রিয়াল (প্রায় ৩৫ লাখ মার্কিন ডলার) ঘুষ নিয়েছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

কারাগারে আটক থাকা অবস্থায় তার আইনজীবীরা আদালতে আবেদন করেন যেন তাকে বাসায় থেকে সাজা ভোগ করার সুযোগ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরা এস কলোরের বয়স, রোগ ও বিশেষ চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে এই আবেদন মঞ্জুর করেন।

রায়ের শর্ত অনুযায়ী, কলরকে তার পাসপোর্ট জমা দিতে হবে এবং ইলেকট্রনিক নজরদারি গোড়ালির ব্রেসলেট পরতে হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে সংসদে অভিশংসনের মুখে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছিলেন কলর।

তিনি ব্রাজিলের একমাত্র সাবেক রাষ্ট্রপ্রধান নন যিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন।

আর বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। ঘুষ ও অর্থপাচারের দায়ে দেড় বছর কারাগারে কাটানোর পর তার সাজা বাতিল হয় এবং তিনি ২০২২ সালের অক্টোবরে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০