৭.৫ মাত্রার ভূমিকম্পের পর চিলির দক্ষিণাঞ্চলে সুনামি সতর্কতা

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ২২:৪৭

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মাঝখানে অবস্থিত ড্রেক প্রণালিতে শুক্রবার সকালে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর চিলির সর্বদক্ষিণাঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

সান্তিয়াগো থেকে এএফপি জানায়, চিলির জরুরি ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড তাদের সামাজিকমাধ্যম অ্যাকাউন্টে এ কথা জানিয়েছে।

'সতর্কবার্তা! সেনাপ্রেড সুনামির হুমকির কারণে মাগালানেস অঞ্চলের উপকূলবর্তী এলাকা খালি করার অনুরোধ করছে।'

চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক তার ‘এক্স’ অ্যাকাউন্টে মাগালানেস অঞ্চলের সমগ্র উপকূল খালি করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এটি আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রদেশের উশুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার দূরে এবং চিলির পুর্তো উইলিয়ামস শহর থেকেও একই দূরত্বে ছিল।

চিলির জাতীয় ভূকম্পন কেন্দ্র এর মাত্রা ৭.৫ বললেও ইউএসজিএস জানিয়েছে, এটি ৭.৪ মাত্রার ছিল।

ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে) আঘাত হানে এবং পরে আরও কয়েকটি ছোট আফটারশক রেকর্ড করা হয়।

দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণপ্রান্তে অবস্থিত মাগালানেস অঞ্চল চিলির দ্বিতীয় বৃহত্তম প্রশাসনিক অঞ্চল হলেও তুলনামূলকভাবে জনবসতিহীন এবং এটি আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রদেশের পাশেই অবস্থিত।

আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রাদেশিক গভর্নরের দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি প্রধানত উশুয়াইয়া শহরে অনুভূত হয়েছে, তবে প্রদেশের অন্যান্য শহরেও কিছুটা কম মাত্রায় কম্পন টের পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।

চিলি বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর অন্যতম। এখানে নাজকা, দক্ষিণ আমেরিকান ও আন্টার্কটিক—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।

১৯৬০ সালে দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া শহরে ৯.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়। এতে প্রায় ৯,৫০০ মানুষ নিহত হয়েছিল।

২০১০ সালে চিলির মধ্যাঞ্চলীয় উপকূলে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ৫২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০