৭.৫ মাত্রার ভূমিকম্পের পর চিলির দক্ষিণাঞ্চলে সুনামি সতর্কতা

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ২২:৪৭

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মাঝখানে অবস্থিত ড্রেক প্রণালিতে শুক্রবার সকালে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর চিলির সর্বদক্ষিণাঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

সান্তিয়াগো থেকে এএফপি জানায়, চিলির জরুরি ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড তাদের সামাজিকমাধ্যম অ্যাকাউন্টে এ কথা জানিয়েছে।

'সতর্কবার্তা! সেনাপ্রেড সুনামির হুমকির কারণে মাগালানেস অঞ্চলের উপকূলবর্তী এলাকা খালি করার অনুরোধ করছে।'

চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক তার ‘এক্স’ অ্যাকাউন্টে মাগালানেস অঞ্চলের সমগ্র উপকূল খালি করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এটি আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রদেশের উশুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার দূরে এবং চিলির পুর্তো উইলিয়ামস শহর থেকেও একই দূরত্বে ছিল।

চিলির জাতীয় ভূকম্পন কেন্দ্র এর মাত্রা ৭.৫ বললেও ইউএসজিএস জানিয়েছে, এটি ৭.৪ মাত্রার ছিল।

ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে) আঘাত হানে এবং পরে আরও কয়েকটি ছোট আফটারশক রেকর্ড করা হয়।

দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণপ্রান্তে অবস্থিত মাগালানেস অঞ্চল চিলির দ্বিতীয় বৃহত্তম প্রশাসনিক অঞ্চল হলেও তুলনামূলকভাবে জনবসতিহীন এবং এটি আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রদেশের পাশেই অবস্থিত।

আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রাদেশিক গভর্নরের দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি প্রধানত উশুয়াইয়া শহরে অনুভূত হয়েছে, তবে প্রদেশের অন্যান্য শহরেও কিছুটা কম মাত্রায় কম্পন টের পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।

চিলি বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর অন্যতম। এখানে নাজকা, দক্ষিণ আমেরিকান ও আন্টার্কটিক—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।

১৯৬০ সালে দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া শহরে ৯.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়। এতে প্রায় ৯,৫০০ মানুষ নিহত হয়েছিল।

২০১০ সালে চিলির মধ্যাঞ্চলীয় উপকূলে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ৫২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এ বছরেই দেখা করতে চান ট্রাম্প
‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ঢাকা ও মুন্সিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান
১০