আমার নীতিমালা যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করবে : ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:১৬ আপডেট: : ০৩ মে ২০২৫, ১৪:২৪

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জোর দিয়ে বলেছেন, তাঁর নীতিমালা যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করবে। যদিও সম্ভাব্য মন্দার ঝুঁকির কথাও স্বীকার করেছেন তিনি। ওয়াশিংটন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ পরিকল্পনা শুরু হওয়ার পর বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের অর্থনীতি বছরের প্রথম তিন মাসে অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এটি একটি ক্রান্তিকাল। রোরবার পূর্ণাঙ্গভাবে এ সাক্ষাৎকারটি সম্প্রচার করা হবে। সাক্ষাৎকারের কিছু অংশে ট্রাম্প বলেন, আমি মনে করি, আমরা দারুণভাবে এগিয়ে যাবো’। 

মার্কিন যুক্তরাষ্ট্র মন্দার মধ্যে ডুবে যেতে পারে কিনা তা নিয়ে চাপের মুখে ট্রাম্প বলেন, ‘যে কোনো কিছুই ঘটতে পারে।’

কিন্তু আমি মনে করি, আমাদের দেশের ইতিহাসে আমরা সবচেয়ে বড় অর্থনীতির অধিকারী হতে যাচ্ছি। আমি মনে করি, আমরা ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক উদ্দীপনা দেখতে পাবো’।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আমদানির উপর ব্যাপক শুল্ক আরোপের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ার পর থেকে আর্থিক বাজারগুলো অস্থির হয়ে পড়েছে।

তবে, শুক্রবার যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান জোরদারের প্রতিবেদন প্রকাশের পর শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০