সন্ত্রাসবাদের অভিযোগে তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৩:৫২

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : তিউনিসিয়ার একটি আদালত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে। ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধাদের পাঠানোর ক্ষেত্রে সন্ত্রাসবাদের অভিযোগে ভিত্তিতে আদালত এ রায় দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তিউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৬৯ বছর বয়সী লারাইদ ইসলামপন্থী দল এননাহদার নেতা ছিলে। ২০১১ সালে আরব বসন্তের সূত্রপাতের পর তিউনিসিয়ায় সংক্ষিপ্ত সময়ের জন্য শাসন করেছিল। তিনি প্রেসিডেন্ট কাইস সাইদের একজন সমালোচক। 

তার আইনজীবী ওসামা বুথেলজা এএফপিকে বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন এবং ইরাক ও সিরিয়ায় জিহাদি গোষ্ঠীতে যোগদানের জন্য তিউনিসিয়ানদের পাঠাতে সহায়তা করার অভিযোগে ২০২২ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। 

লারাইদ অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

গত ১৮ এপ্রিল তিউনিসিয়ার প্রসিকিউটর অফিসে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন, ‘আমি অপরাধী নই। ‘আমি এই মামলার একজন ভুক্তভোগী’। 

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার তিউনিসিয়ার ফৌজদারি আদালত নিরাপত্তা বাহিনীর দুই সাবেক সদস্য, ফাতি আল-বালদি এবং আব্দুল করিম আল-আবিদিকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে।

রেডিও স্টেশন মোসাইকি এক বিচারিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আট আসামির সাজা হয়েছে- ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। 

সাইদের সমালোচকদের লক্ষ্য করে মামলার ধারাবাহিকতার মধ্যে এটি ছিল সর্বশেষ ঘটনা।

সাম্প্রতিক একটি মামলায়, প্রায় ৪০ জন আসামিকে দীর্ঘ মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় প্রায় ৫ হাজার ৫ শ’ তিউনিসিয়ান ইসলামিক স্টেটসহ জিহাদি গোষ্ঠীর সাথে লড়াইয়ে যোগ দেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০