সন্ত্রাসবাদের অভিযোগে তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৩:৫২

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : তিউনিসিয়ার একটি আদালত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে। ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধাদের পাঠানোর ক্ষেত্রে সন্ত্রাসবাদের অভিযোগে ভিত্তিতে আদালত এ রায় দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তিউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৬৯ বছর বয়সী লারাইদ ইসলামপন্থী দল এননাহদার নেতা ছিলে। ২০১১ সালে আরব বসন্তের সূত্রপাতের পর তিউনিসিয়ায় সংক্ষিপ্ত সময়ের জন্য শাসন করেছিল। তিনি প্রেসিডেন্ট কাইস সাইদের একজন সমালোচক। 

তার আইনজীবী ওসামা বুথেলজা এএফপিকে বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন এবং ইরাক ও সিরিয়ায় জিহাদি গোষ্ঠীতে যোগদানের জন্য তিউনিসিয়ানদের পাঠাতে সহায়তা করার অভিযোগে ২০২২ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। 

লারাইদ অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

গত ১৮ এপ্রিল তিউনিসিয়ার প্রসিকিউটর অফিসে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন, ‘আমি অপরাধী নই। ‘আমি এই মামলার একজন ভুক্তভোগী’। 

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার তিউনিসিয়ার ফৌজদারি আদালত নিরাপত্তা বাহিনীর দুই সাবেক সদস্য, ফাতি আল-বালদি এবং আব্দুল করিম আল-আবিদিকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে।

রেডিও স্টেশন মোসাইকি এক বিচারিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আট আসামির সাজা হয়েছে- ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। 

সাইদের সমালোচকদের লক্ষ্য করে মামলার ধারাবাহিকতার মধ্যে এটি ছিল সর্বশেষ ঘটনা।

সাম্প্রতিক একটি মামলায়, প্রায় ৪০ জন আসামিকে দীর্ঘ মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় প্রায় ৫ হাজার ৫ শ’ তিউনিসিয়ান ইসলামিক স্টেটসহ জিহাদি গোষ্ঠীর সাথে লড়াইয়ে যোগ দেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০