সুইডেনে ট্রিপল মার্ডারের তদন্তে আরো ২ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:১৯ আপডেট: : ০৩ মে ২০২৫, ২০:৩৮

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : পুরো দেশকে হতবাক করে দেওয়া তিন খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে সুইডিশ কর্তৃপক্ষ। তদন্তের দায়িত্বে থাকা প্রসিকিউটর শনিবার এই তথ্য জানান।

স্টকহোম থেকে এএফপি এই তথ্য জানায়।

প্রসিকিউটর আন্দ্রেস নাইবার্গ এক বিবৃতিতে বলেছেন, সর্বশেষ গ্রেফতারের ফলে ছয়জনকে বর্তমানে হেফাজতে রাখা হয়েছে, তবে তাদের রিমান্ডে নেওয়া উচিত কি-না সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

একজন খুনের সন্দেহে এবং বাকি তিনজন খুনের প্ররোচনায় অভিযুক্ত থাকায় শুক্রবার চারজনকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে প্রসিকিউটরের কার্যালয়।

স্টকহোমের উত্তরে অবস্থিত বিশ্ববিদ্যালয় শহর, কেন্দ্রিয় উপসালার একটি সেলুন থেকে মঙ্গলবার গভীর রাতে প্রকাশ্য দিবালোকে ১৫ থেকে ২০ বছর বয়সি তিন যুবককে হত্যা করা হয়েছে।

সংঘবদ্ধ সহিংসতার ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে গুলি চালানোর ঘটনাটি সুইডেনকে হতবাক করেছে, যদিও পুলিশ নিশ্চিত করেনি যে, গুলি চালানোর ঘটনাটি সংঘবদ্ধ সহিংস সম্পর্কিত ছিল কি-না।

সুইডিশ গণমাধ্যম অনুসারে, নিহতদের মধ্যে অন্তত একজনের সংগঠিত অপরাধের সাথে সম্পর্ক ছিল, তবে পুলিশ দাবিটি নিশ্চিত করেনি।

গুলি চালানোর কয়েক ঘন্টা পর ১৬ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে, তবে তাকে এখনো তদন্তে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে না।

আটককৃত সর্বশেষ সন্দেহভাজনদের ‘গ্রহণযোগ্য সন্দেহভাজন’ হিসেবে বিবেচনা করা হয়, যা সুইডিশ বিচার বিভাগের মতে সন্দেহের সর্বনিম্ন স্তর।

সাম্প্রতিক বছরগুলোতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দলগুলোর নিজেদের মধ্যে গুলিবর্ষণ ও দেশীয় বিস্ফোরক হামলা থামানোর চেষ্টা করছে সুইডেন।

দীর্ঘদিন ধরে সুইডেনের দুই সবচেয়ে কুখ্যাত প্রতিদ্বন্দ্বী দল নেতা, ইসমাইল আবদো এবং রাওয়া মাজিদের ঘাঁটি ছিল উপসালা, যদিও তাদের উপর বিদেশে থেকেও কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে সন্দেহ রয়েছে।

ইসমাইল আবদোর মাকে হত্যার পর থেকে উপসালায় গত দুই বছর ধরে সহিংসতা বেড়েছে। ইসমাইলের দল রুম্বা এবং মাজিদের দল ফক্সট্রটের মধ্যে পাল্টাপাল্টি প্রতিশোধ হিসেবে এই ঘটনা গুলো দেখছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০