সৌরজগত অন্বেষণে রাশিয়াকে স্বাগত জানাবে নাসা

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৯:৫৪

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অবসরে যাওয়ার পর সৌরজগত অন্বেষণে আন্তর্জাতিক সহযোগীদের অংশগ্রহণকে নাসা স্বাগত জানাবে বলে জানিয়েছে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।

ওয়াশিংটন থেকে তাস জানায়, আইএসএস-এর অবসরে যাওয়ার পর মহাশূন্যে যুক্তরাষ্ট্র-রাশিয়া সহযোগিতা অব্যাহত থাকবে কিনা-এ প্রশ্নের জবাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রেস সেক্রেটারি বেথানি স্টিভেনস একথা বলেন।

তিনি বলেন, 'মানবজাতির কল্যাণে সৌরজগতের অন্বেষণ সম্প্রসারণে আমরা আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহকে স্বাগত জানাই।'

এর আগে শুক্রবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০২৬ অর্থবছরের জন্য একটি বাজেট প্রস্তাব প্রকাশ করে, যেখানে ২০৩০ সালে আইএসএস অবসরের প্রস্তুতি শুরুর কথা বলা হয়েছে।

নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চাঁদ ও মঙ্গলগ্রহ অন্বেষণে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

আইএসএস ১৯৯৮ সালের নভেম্বর থেকে পৃথিবীর কক্ষপথে রয়েছে। এটি রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) ১০ সদস্য রাষ্ট্র-বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড-এর একটি যৌথ প্রকল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০