সৌরজগত অন্বেষণে রাশিয়াকে স্বাগত জানাবে নাসা

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৯:৫৪

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অবসরে যাওয়ার পর সৌরজগত অন্বেষণে আন্তর্জাতিক সহযোগীদের অংশগ্রহণকে নাসা স্বাগত জানাবে বলে জানিয়েছে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।

ওয়াশিংটন থেকে তাস জানায়, আইএসএস-এর অবসরে যাওয়ার পর মহাশূন্যে যুক্তরাষ্ট্র-রাশিয়া সহযোগিতা অব্যাহত থাকবে কিনা-এ প্রশ্নের জবাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রেস সেক্রেটারি বেথানি স্টিভেনস একথা বলেন।

তিনি বলেন, 'মানবজাতির কল্যাণে সৌরজগতের অন্বেষণ সম্প্রসারণে আমরা আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহকে স্বাগত জানাই।'

এর আগে শুক্রবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০২৬ অর্থবছরের জন্য একটি বাজেট প্রস্তাব প্রকাশ করে, যেখানে ২০৩০ সালে আইএসএস অবসরের প্রস্তুতি শুরুর কথা বলা হয়েছে।

নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চাঁদ ও মঙ্গলগ্রহ অন্বেষণে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

আইএসএস ১৯৯৮ সালের নভেম্বর থেকে পৃথিবীর কক্ষপথে রয়েছে। এটি রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) ১০ সদস্য রাষ্ট্র-বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড-এর একটি যৌথ প্রকল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
১০