'বিশ্বব্যাপী উত্তেজনার' কারণে নৌবাহিনীর হেলিকপ্টার প্রতিস্থাপনের ঘোষণা নিউজিল্যান্ডের

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১০:১৯

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ড রোববার তাদের পুরোনো নৌবাহিনীর হেলিকপ্টার প্রতিস্থাপনের জন্য ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে। ক্রমবর্ধমান ‘বিশ্বব্যাপী উত্তেজনা‘-র প্রতিক্রিয়ায় একটি বড় প্রতিরক্ষা সংস্কারের অংশ হিসাবে নিউজিল্যান্ড এ পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী জুডিথ কলিন্স বলেছেন, এই তহবিল প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য সরকারের নবায়নকৃত প্রতিশ্রুতির প্রথম ধাপ।

গত মাসে প্রকাশিত ১০ বছরেরও বেশি সময় ধরে ৫ বিলিয়ন মার্কিন ডলারের নতুন ব্যয় পরিকল্পনার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, সাইবার নিরাপত্তা এবং ড্রোন খাতে বিনিয়োগ।

কলিন্স বলেন, নতুন হেলিকপ্টারগুলো উন্নত প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতার পাশাপাশি আরো বৃহত্তর জরিপ পরিসরের বৃদ্ধি করবে।

তিনি প্রতিরক্ষা বাহিনী মোতায়েন, প্রশিক্ষণ এবং অবকাঠামোর জন্য চার বছরে ৫শ ৭০ মিলিয়ন মার্কিন ডলারেরও ঘোষণা করেছেন।

কলিন্স এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বব্যাপী উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিরক্ষা কর্মীদের তাদের কাজ করার জন্য সঠিক সরঞ্জাম এবং পরিবেশের প্রয়োজন’।

তিনিা বলেন, একটি সামুদ্রিক জাতি হিসেবে আমরা নৌ সক্ষমতাকে অগ্রাধিকার দিচ্ছি। 
তিনি আরো বলেন, ‘নতুন হেলিকপ্টারগুলো আরো এগিয়ে যেতে সক্ষম হবে এবং অস্ত্র, কর্মী এবং সরঞ্জামসহ আরও বেশি সংখ্যক বোঝা বহন করতে সক্ষম হবে’। ‘যা নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডবাসীদের সুরক্ষার জন্য প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

কলিন্সের এক মুখপাত্র বলেছেন, বিদ্যমান সিসপ্রাইট হেলিকপ্টারগুলোর পরিবর্তে কোন ধরনের বিমান ব্যবহার করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভা কর্তৃক ব্যয় অনুমোদনের পরে নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
১০