বাস্তবে রূপ নিল মাস্কের স্বপ্নের শহর 'স্টারবেস' 

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১০:৫৩

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে ইলেন মাস্কের স্পেসএক্স মহাকাশ ঘাঁটির জন্য স্বপ্নের 'সিটি' বা  শহরের স্বীকৃতি অবশেষে বাস্তব হল। গত শনিবার সংখ্যাগরিষ্ঠ ভোটাররা 'স্টারবেস' কে নতুন শহর হিসেবে রূপান্তরের পক্ষে রায় দেন। ক্যামেরন কাউন্টির অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, প্রায় ৯৮ শতাংশ ভোট প্রকল্পের পক্ষে পড়েছে।

ভোটে স্পেসএক্সের একজন সিনিয়র কর্মকর্তাকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। তিনি শতভাগ ভোট পেয়ে প্রাথমিকভাবে জয়ী হন। ফলাফল আগে থেকেই একপ্রকার নিশ্চিত ছিল। ভোটে মোট ২৮৩ জন ভোটার অংশ নেন। তাদের বেশিরভাগই স্পেসএক্স কর্মী বা কোন না কোন ভাবে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট। সংস্থাটির প্রধান ৫৩ বছর বয়সী ইলেন মাস্ক দীর্ঘদিন ধরেই মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছেন। ভোটের পরপরই, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ তিনি লেখেন, বাস্তবেই স্টারবেস এখন টেক্সাসের শহর!

ক্যামেরন কাউন্টির নির্বাচনী সমন্বয়কারী রেমি গারজা জানান, মাস্ক নিজেও ভোটার ছিলেন। যদিও ২৯ এপ্রিল প্রাথমিক ভোটগ্রহণের সময় তিনি ভোট দেননি। সরকারি নথি অনুসারে, ক্যামেরন কাউন্টিতে স্পেসএক্স ঘাঁটির আশেপাশে কমপক্ষে ৫০০ জনের বসবাস। যাদের অধিকাংশই স্পেসএক্স এর কর্মী বা সংস্থাটির জমিতে বসবাস করেন।

শহর হিসেবে স্বীকৃতি স্টারবেসকে নিজস্ব ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়া পরিচালনার স্বাধীনতা দেবে। একই সঙ্গে তারা স্থানীয় আইন প্রণয়ন ও কর আদায়ও করতে পারবে। ভোটে মেয়র হিসেবে স্পেসএক্সের টেস্টিং ও লঞ্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ববি পেডেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

২০১৯ সালে চালু হওয়া এই টেক্সাস ঘাঁটি স্পেসএক্সের রকেট পরীক্ষা ও উৎক্ষেপণের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে অনেকেই  প্রকল্পটির বিষয়ে ইতিবাচক ছিলেন না। যাদের মধ্যে অন্যতম পরিবেশ বিষয়ক সংগঠন সাউথ টেক্সাস এনভায়নমেন্টাল জাস্টিস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা বেকা হিনোজোসা। ভোটের আগেই প্রকল্পটিকে ধ্বংসাত্মক আখ্যা দিয়ে এর পরিবেশগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করেন তিনি। হিনোজোসা এএফপিকে বলেন, "তারা অবৈধভাবে আরও বর্জ্য ফেলবে এবং ঝুঁকিপূর্ণ রকেট কার্যক্রম বাড়াবে। যা ভূকম্পন ঘটাতে পারে এবং এই অঞ্চলের বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০