তেল কোম্পানির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে নাইজেরিয়া

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:৩৪

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার দুর্নীতি দমন সংস্থা দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানির সাবেক প্রধানদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত মাসে অর্থ পাচারের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।

লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

অর্থনৈতিক ও আর্থিক অপরাধ কমিশন (ইএফসিসি) জাতীয় তেল কোম্পানি এনএনপিসি-কে তার বর্তমান এবং সাবেক ১৪ জন নির্বাহীর আর্থিক নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছে। তাদের  মধ্যে সাবেক সিইও মেলে কিয়ারিও রয়েছেন বলে জানা গেছে।

এপ্রিলের শুরুতে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, পুরো এনএনপিসি বোর্ডসহ কিয়ারিকে বরখাস্ত করেন।

গত ২৮ এপ্রিল কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিশন আপনার প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যালায় অপব্যবহার এবং তহবিলের অপব্যবহারের একটি মামলা তদন্ত করছে।’ 

শনিবার কিয়ারি বলেন, তিনি ইএফসিসি-এর অধীনে নেই এবং এনএনপিসি ত্যাগ করার পর বিশ্রামে আছেন।
তিনি এক্স-এ এক পোস্টে বলেন, ভুল তথ্যের আশ্রয় কারোরই উদ্দেশ্য পূরণ করে না। কারণ এর বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভুল সংকেত পাঠানোর সম্ভাবনা রয়েছে।

কিয়ারি ছাড়াও, ইএফসিসি সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুবকর ইয়ার'আদুয়া, পোর্ট হারকোর্ট এবং কাদুনা রিফাইনারিজের সাবেক পরিচালক ইব্রাহিম ওনোজা এবং মুস্তাফা সুগুনগুন এবং সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা উমর আজিয়ার নাম ঘোষণা করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা ।

এনএনপিসি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং অব্যবস্থাপনার অভিযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার তেল উৎপাদন কমে গেছে।

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিটি ২০২৭ সালের মধ্যে দেশের দৈনিক উৎপাদনের কমপক্ষে ১০ শতাংশ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
১০