যুক্তরাজ্যে সন্ত্রাস ঘটানোর সন্দেহে ৪ ইরানিসহ ৫ সন্দেহভাজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:৪২

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : ব্রিটিশ পুলিশ রোববার জানিয়েছে, তারা সন্ত্রাসবাদের অপরাধে জড়িত থাকার সন্দেহে চার ইরানিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

লন্ডন থেকে এএফপি এ তথ্য জানায়।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডন, সুইন্ডন ও গ্রেটার ম্যানচেস্টার এলাকা থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়। তারা ‘একটি নির্দিষ্ট প্রাঙ্গণ লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সন্দেহভাজন এই ব্যক্তিদের বয়স ২৯ থেকে ৪৬ বছরের মধ্যে। ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রস্তুতি’ গ্রহণের সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা এখনো পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃতদের একজনের জাতীয়তা এখনো শনাক্ত হয়নি।

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী প্রধান ডমিনিক মারফি বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দ্রুত তদন্তের আওতায় আনা হয়েছে। 

তিনি বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাদের আরো কোনো উদ্দেশ্য চরিতার্থের আশংকা ও বিষয়টির সাথে জনসাধারণের জন্য আরো কোনো ঝুঁকি থাকতে পারে কিনা তা শনাক্ত করার লক্ষ্যে আমরা বিভিন্ন তদন্তের ধারা অনুসন্ধান করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০