যুক্তরাজ্যে সন্ত্রাস ঘটানোর সন্দেহে ৪ ইরানিসহ ৫ সন্দেহভাজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:৪২

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : ব্রিটিশ পুলিশ রোববার জানিয়েছে, তারা সন্ত্রাসবাদের অপরাধে জড়িত থাকার সন্দেহে চার ইরানিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

লন্ডন থেকে এএফপি এ তথ্য জানায়।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডন, সুইন্ডন ও গ্রেটার ম্যানচেস্টার এলাকা থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়। তারা ‘একটি নির্দিষ্ট প্রাঙ্গণ লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সন্দেহভাজন এই ব্যক্তিদের বয়স ২৯ থেকে ৪৬ বছরের মধ্যে। ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রস্তুতি’ গ্রহণের সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা এখনো পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃতদের একজনের জাতীয়তা এখনো শনাক্ত হয়নি।

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী প্রধান ডমিনিক মারফি বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দ্রুত তদন্তের আওতায় আনা হয়েছে। 

তিনি বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাদের আরো কোনো উদ্দেশ্য চরিতার্থের আশংকা ও বিষয়টির সাথে জনসাধারণের জন্য আরো কোনো ঝুঁকি থাকতে পারে কিনা তা শনাক্ত করার লক্ষ্যে আমরা বিভিন্ন তদন্তের ধারা অনুসন্ধান করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০