দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড গড়লেন মালদ্বীপ প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:৫০

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন পরিচালনা করেছেন। এর মাধ্যমে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলনের রেকর্ড গড়েছেন তিনি। যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাাদিমির জেলেনস্কির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জানা যায়, গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলনটি শুরু করেন ৪৬ বছর বয়সী মুইজ্জু। নামাজের বিরতির সময় বাদ দিয়ে মোট ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে এই সংবাদ সম্মেলন চলে। ‘বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস’ উপলক্ষ্যে এটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রায় দুই ডজন সাংবাদিক অংশ নেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন বিশ্ব রেকর্ড গড়া সংবাদ সম্মেলনটি শেষ হতে মধ্যরাত পার হয়ে যায়। সেখানে একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকেন প্রেসিডেন্ট মুইজ্জু। এসময় তথ্যনির্ভর, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘ এ সেশনে সাংবাদিকদের কাছে জনসাধারণের জমা দেওয়া প্রশ্নেরও উত্তর দেন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, আরএসএফ পরিচালিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দুই ধাপ এগিয়ে ১০৪ তম অবস্থানে উঠে এসেছে মালদ্বীপ। 

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ড এজেন্সি দাবি করে, দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির ১৪ ঘণ্টার প্রেস কনফারেন্স করেছেন। যা বেলারুশের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘণ্টার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আরেকটি বিশ্বরেকর্ড করেছিলেন। সেবার তিনি সমুদ্রের তলদেশে বিশ্বে প্রথমবারের মত মন্ত্রিসভার বৈঠক করেন। লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের কারণে মালদ্বীপের অস্তিত্ব হুমকিতে পড়ার বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০