ট্রাম্পের ছায়া বলে নয়, নিজের ভুলেই হার কিনেছেন ডাটন : বিশ্লেষণ

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৪:৩৫

ঢাকা, ৩ মে ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার সদ্যসমাপ্ত নির্বাচনে বিরোধীদলীয় নেতা পিটার ডাটনের পরাজয়ের পেছনে মূল কারণ ছিল তাঁর নিজের অবস্থান ও নেতৃত্বের দুর্বলতা—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সিডনি থেকে এএফপি জানায়, নির্বাচনের আগে ডাটন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'চতুর' ও 'দূরদর্শী চিন্তাবিদ' বলে প্রশংসা করলেও শেষ পর্যন্ত তিনি নিজের ভুলেই নিজের আসনটা হারিয়ে বসেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ডাটন উভয়েই নির্বাচনের প্রচারে ট্রাম্পের বিষয়ে কড়া অবস্থান নেন। তারা জোর দিয়ে বলেন, অস্ট্রেলিয়ার স্বার্থ রক্ষায় কেউই বাইরের কোনো নেতার চাপের কাছে নত হবেন না।

লেবার পার্টির সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের উপদেষ্টা এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের পলিসি ল্যাবের পরিচালক কেট হ্যারিসন ব্রেনান জানান, ডাটনের নেতৃত্বাধীন জোট ট্রাম্পের অনুরূপ কিছু নীতি অনুসরণ করেছিল। তার মতে, 'ট্রাম্প অবশ্যই নির্বাচনে প্রভাব ফেলেছেন।'

'বিশ্বব্যাপী ট্রাম্পের সময় যে অস্থিরতা দেখা গেছে, তা অস্ট্রেলিয়রাও দেখেছে,' বলেন তিনি। 'এতে করে আলবানিজের পক্ষে যুক্তি তুলে ধরা সহজ হয়েছে যে, এমন এক অস্থির সময়ে তিনি শান্তিপূর্ণ ও কার্যকর নেতৃত্ব দিতে পারবেন।'

তবে সব বিশ্লেষকই ট্রাম্পকে ডাটনের পরাজয়ের কারণ হিসেবে দেখছেন না। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক পল উইলিয়ামস মনে করেন, 'ট্রাম্প হোয়াইট হাউসে না থাকলেও আলবানিজ জিততেন।'

তিনি বলেন, ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সিদ্ধান্ত ছিল লেবার পার্টির জন্য এক ‘টার্নিং পয়েন্ট’। তার মতে, 'এটা খরচ-জীবনঘনিষ্ঠ একটি নির্বাচন ছিল, তবে মজুরি যে ধীরে ধীরে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে, সেটাই পরিস্থিতি পাল্টেছে।'

উইলিয়ামস মনে করেন না যে ডাটনের নীতিগুলো ট্রাম্পের কাছ থেকে অনুপ্রাণিত। বরং তার অভিযোগ, ডাটন কয়েকটি প্রস্তাব দিয়েছেন যেমন পারমাণবিক বিদ্যুৎ চালু করার কথা, তবে সেগুলো ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। সরকারি চাকরিজীবীদের বাসা থেকে কাজ করা বন্ধের একটি প্রস্তাবও দ্রুত প্রত্যাহার করে নিতে হয় তাঁকে, যা নারী ভোটারদের বিরূপ করেছে।

প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, 'এই প্রচারের একটি সপ্তাহও এমন যায়নি, যেখানে ডাটন দিকবদল করেননি।'

পল উইলিয়ামসের মতে, 'অনিশ্চিত ভোটাররা ডাটনকে ট্রাম্পের মতো বলে এড়িয়ে যাননি না, তারা ডাটনকে এড়িয়ে যাওয়ার কারণ তিনি ডাটন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০