তানজানিয়ার বিরোধীদলীয় নেতা অনশন করবেন : আইনজীবী

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫:৩০

ঢাকা, ৪ মে, ২০২৫ (এএফপি) : রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত মাসে গ্রেফতারের পর থেকে বিচারাধীন তানজানিয়ার বিরোধীদলীয় নেতা টুন্ডু লিসু অনশন করবেন। শনিবার তার আইনজীবী এ তথ্য জানান।

দারুস সালাম থেকে এএফপি জানায়, পূর্ব আফ্রিকার দেশটিতে অক্টোবরে নির্বাচন হতে চলেছে। বিরোধী চাদেমা দলের প্রধান লিসুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন।

রোববার বা সোমবার থেকে তিনি অনশন শুরু করবেন উল্লেখ করে আইনজীবী পিটার কিবাতালা সাংবাদিকদের বলেন, ‘ন্যায়বিচার না হওয়া পর্যন্ত লিসু অনশনে থাকবেন।’

কিবাতালা বলেন, ‘তার সাথে যাই ঘটবে তিনি তার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।’

আইনজীবী আরো জানান, ৫৭ বছর বয়সী লিসু কারাগারে তার আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারা ও আদালতের শুনানিতে মানুষের উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ করছেন।

২৪ এপ্রিল, লিসুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর প্রথম শুনানিতে দারুস সালামের একটি আদালতের বাইরে জড়ো হওয়া চাদেমার সমর্থকদের পুলিশ মারধর করে।

লিসুকে কয়েক বছর ধরে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালে একটি হত্যা প্রচেষ্টা থেকে তিনি অল্পের জন্য বেঁচে যান। তার চাদেমা পার্টি  প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বিরুদ্ধে পূর্বসূরী জন মাগুফুলির দমনমূলক কৌশলে ফিরে যাওয়ার অভিযোগ করেছে।

তার দল চাদেমা প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বিরুদ্ধে তার পূর্বসূরী জন মাগুফুলির দমনমূলক কৌশলে ফিরে যাওয়ার অভিযোগ করছে।

এই বছরের শুরুতে চাদেমা জানায়, তারা আরো স্বাধীন নির্বাচন কমিশন এবং দলটির প্রার্থীদের ব্যালট থেকে বাদ না দেওয়ার ব্যাপারে নিশ্চিত করাসহ স্পষ্ট নিয়মকানুন সংস্কার না করা হলে অক্টোবরের নির্বাচন বয়কট করবে।

একটি নির্বাচনী ‘আচরণবিধি’ স্বাক্ষর করতে অস্বীকার করায় দলটিকে ভোটে অংশ  নেয়ায় অযোগ্য ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরটিভি’র ফটোকার্ড এডিট করে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের
আইএফএডিকে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ৮ জনের কারাদণ্ড 
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
১০