তানজানিয়ার বিরোধীদলীয় নেতা অনশন করবেন : আইনজীবী

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫:৩০

ঢাকা, ৪ মে, ২০২৫ (এএফপি) : রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত মাসে গ্রেফতারের পর থেকে বিচারাধীন তানজানিয়ার বিরোধীদলীয় নেতা টুন্ডু লিসু অনশন করবেন। শনিবার তার আইনজীবী এ তথ্য জানান।

দারুস সালাম থেকে এএফপি জানায়, পূর্ব আফ্রিকার দেশটিতে অক্টোবরে নির্বাচন হতে চলেছে। বিরোধী চাদেমা দলের প্রধান লিসুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন।

রোববার বা সোমবার থেকে তিনি অনশন শুরু করবেন উল্লেখ করে আইনজীবী পিটার কিবাতালা সাংবাদিকদের বলেন, ‘ন্যায়বিচার না হওয়া পর্যন্ত লিসু অনশনে থাকবেন।’

কিবাতালা বলেন, ‘তার সাথে যাই ঘটবে তিনি তার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।’

আইনজীবী আরো জানান, ৫৭ বছর বয়সী লিসু কারাগারে তার আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারা ও আদালতের শুনানিতে মানুষের উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ করছেন।

২৪ এপ্রিল, লিসুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর প্রথম শুনানিতে দারুস সালামের একটি আদালতের বাইরে জড়ো হওয়া চাদেমার সমর্থকদের পুলিশ মারধর করে।

লিসুকে কয়েক বছর ধরে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালে একটি হত্যা প্রচেষ্টা থেকে তিনি অল্পের জন্য বেঁচে যান। তার চাদেমা পার্টি  প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বিরুদ্ধে পূর্বসূরী জন মাগুফুলির দমনমূলক কৌশলে ফিরে যাওয়ার অভিযোগ করেছে।

তার দল চাদেমা প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বিরুদ্ধে তার পূর্বসূরী জন মাগুফুলির দমনমূলক কৌশলে ফিরে যাওয়ার অভিযোগ করছে।

এই বছরের শুরুতে চাদেমা জানায়, তারা আরো স্বাধীন নির্বাচন কমিশন এবং দলটির প্রার্থীদের ব্যালট থেকে বাদ না দেওয়ার ব্যাপারে নিশ্চিত করাসহ স্পষ্ট নিয়মকানুন সংস্কার না করা হলে অক্টোবরের নির্বাচন বয়কট করবে।

একটি নির্বাচনী ‘আচরণবিধি’ স্বাক্ষর করতে অস্বীকার করায় দলটিকে ভোটে অংশ  নেয়ায় অযোগ্য ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০