লেডি গাগার কনসার্টে রিওর কোপাকাবানায় ‘২০ লাখ’ ভক্তের ঢল

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ২০:০৯

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে শনিবার এক বিনামূল্যের মেগা-কনসার্টে আমেরিকান পপ তারকা লেডি গাগা মুগ্ধ করলেন প্রায় ২০ লাখ দর্শককে।

রিও ডি জেনেইরো থেকে এএফপি জানায়, ২০১২ সালের পর এই প্রথম ব্রাজিলে পারফর্ম করলেন গাগা। ভক্তদের উদ্দেশে তিনি চিৎকার করে বলেন, ‘ব্রাজিল, আমি তোমাকে অনেক মিস করেছি!’ এরপরই বিশাল এক দাবার ছকের মতো মঞ্চে তিনি পরিবেশন করেন ‘পোকার ফেইস’।

৩৯ বছর বয়সী এই শিল্পী মঞ্চের দুই মিটার ওপরে লাল বিশাল গোলাকার গাউন পরে শুরু করেন অনুষ্ঠান, যার নীচ থেকে বেরিয়ে আসে তার ড্যান্সাররা, ‘ব্লাডি মেরি’ গানের ছন্দে।

পরে তিনি গেয়ে শোনান তার নতুন অ্যালবাম ‘মেহেম’-এর অন্যতম হিট গান অ্যাবরাকাডাবরাভ। গানটির মাঝামাঝি সময়ে তিনি লাল গাউনটি খুলে ফেলেন, যার নিচে ছিল ব্রাজিলের পতাকার রঙে,- সবুজ, নীল ও হলুদ- আরেকটি পোশাক।

‘লিটল মনস্টারস’ এবং শহরে উৎসবের আমেজ

‘২০০৮ সাল থেকে আমি তার ভক্ত। গাগা আমার সবকিছু,’ বলেন ২৩ বছর বয়সী ছাত্র ওয়ালটার সেগুন্ডো, যিনি প্রায় ৩,০০০ কিমি দূরের সাও লুইস শহর থেকে এসেছেন।

পুরো সপ্তাহজুড়ে ‘লিটল মনস্টারস’ খ্যাত গাগা-ভক্তরা রিওতে ভিড় জমান। শহরের মেয়র কার্যালয়ের মতে, অনুষ্ঠানটি অর্থনীতিতে প্রায় ১০০ মিলিয়ন ডলার (প্রায় ১,১০০ কোটি টাকা) যুক্ত করতে পারে। পূর্বানুমান ছিল ১৬ লাখ মানুষের উপস্থিতি, কিন্তু শেষে জানা যায় প্রায় ২১ লাখ মানুষ উপস্থিত হয়েছেন- গত বছর মাদোনার কনসার্টের চেয়েও ৫ লাখ বেশি।

পরবর্তী আয়োজন: ইউটু?

রিওর মেয়র এদুয়ার্দো পায়েস জানান, মে মাসে এ ধরনের মেগা-কনসার্টের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে পর্যটন বাড়ানোর লক্ষ্যে। তিনি ইঙ্গিত দেন যে আইরিশ রক ব্যান্ড ইউটু-কে আনার চেষ্টা চলছে।

শনিবারের কনসার্টে নিরাপত্তা ছিল নজিরবিহীন- ৫,০০০ পুলিশ কর্মকর্তা, ড্রোন, নজরদারি ক্যামেরা এবং  চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়।

‘বর্ন দিস ওয়ে’ এবং গ্রহণযোগ্যতার বার্তা

২০১৭ সালের ‘রক ইন রিও’ উৎসবে গাগার অংশ নেওয়ার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণে তিনি শেষ মুহূর্তে তা বাতিল করেন।

‘তোমরা আমাকে ১০ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করিয়েছ। জানি ভাবছ কেন এত দেরি হলো। কারণ আমি তখন সুস্থ হচ্ছিলাম, শক্ত হচ্ছিলাম,’ বলেন তিনি।

‘বর্ন দিস ওয়ে’ পরিবেশনের আগে গাগা রেইনবো পতাকা তুলে ধরে এলজিবিটিকিউদের প্রতি শ্রদ্ধা জানান।

গানটি সম্পর্কে ভক্ত অ্যালান জোনস বলেন, ‘এই গানটির জন্যই আমি নিজে যেমন তেমনটাকে গ্রহণ করতে পেরেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০