পেরুর অপহৃত ১৩ জন খনি শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:১৭

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : পেরুর উত্তরাঞ্চলীয় পাটাজ খনির এলাকায় ১৩ জন খনি শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে। কয়েকদিন আগে সেখান থেকে তাদের অপহরণ করা হয়। খনি কোম্পানি পোদেরোসা রোববার এ তথ্য জানায়।

কোম্পানিটির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে লিমা থেকে এএফপি জানায়, ‘পুলিশ উদ্ধারকারী দল আজ সকালে, প্রবল অনুসন্ধান প্রচেষ্টা চালানোর পর, ১৩ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। অবৈধ খনি শ্রমিকরা অপরাধীদের সঙ্গে যোগসাজশে তাদের অপহরণ করে।’

ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহত্তম সোনা উৎপাদনকারী পেরুর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি খনি।

রাজধানী লিমা থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরবর্তী পাটাজ, সোনার খোঁজে সৃষ্ট সহিংসতার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রোববার যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা যে কোম্পানিতে কাজ করতেন সেটি পোদেরোসাকে পরিষেবা প্রদান করত। পোদেরোসা লিমা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি প্রধান সোনার খনির সংস্থা, যেটি সাম্প্রতিক অবৈধ খনির সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

খনি কোম্পানিটি জানিয়েছে, জরুরি অবস্থা ঘোষণা এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি সত্ত্বেও পাটাজে অনিয়ন্ত্রিত সহিংসতা ঘটছে, যা দুর্ভাগ্যজনক।

পেরুতে ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সহিংসতার কারণে কর্তৃপক্ষ দেশের বেশ ক’টি অংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরটিভি’র ফটোকার্ড এডিট করে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের
আইএফএডিকে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
চুয়াডাঙ্গায়  মেয়াদোত্তীর্ণ মদ পান করে ৬ জনের মৃত্যু
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ৮ জনের কারাদণ্ড 
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
১০