পেরুর অপহৃত ১৩ জন খনি শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:১৭

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : পেরুর উত্তরাঞ্চলীয় পাটাজ খনির এলাকায় ১৩ জন খনি শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে। কয়েকদিন আগে সেখান থেকে তাদের অপহরণ করা হয়। খনি কোম্পানি পোদেরোসা রোববার এ তথ্য জানায়।

কোম্পানিটির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে লিমা থেকে এএফপি জানায়, ‘পুলিশ উদ্ধারকারী দল আজ সকালে, প্রবল অনুসন্ধান প্রচেষ্টা চালানোর পর, ১৩ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। অবৈধ খনি শ্রমিকরা অপরাধীদের সঙ্গে যোগসাজশে তাদের অপহরণ করে।’

ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহত্তম সোনা উৎপাদনকারী পেরুর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি খনি।

রাজধানী লিমা থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরবর্তী পাটাজ, সোনার খোঁজে সৃষ্ট সহিংসতার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রোববার যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা যে কোম্পানিতে কাজ করতেন সেটি পোদেরোসাকে পরিষেবা প্রদান করত। পোদেরোসা লিমা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি প্রধান সোনার খনির সংস্থা, যেটি সাম্প্রতিক অবৈধ খনির সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

খনি কোম্পানিটি জানিয়েছে, জরুরি অবস্থা ঘোষণা এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি সত্ত্বেও পাটাজে অনিয়ন্ত্রিত সহিংসতা ঘটছে, যা দুর্ভাগ্যজনক।

পেরুতে ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সহিংসতার কারণে কর্তৃপক্ষ দেশের বেশ ক’টি অংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০