নিষিদ্ধ প্রার্থীর পক্ষে দ্বিতীয় দিনের মতো আইভরি কোস্টে বিরোধীদের সমাবেশ

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:৫৯

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : আইভরি কোস্টের বিরোধী প্রার্থী টিডজেন থিয়ামকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার প্রায় ১ হাজার তরুণ সমর্থক রোববার আবিদজানে সমাবেশ করেছেন বলে জানা গেছে। এএফপি’র একজন প্রতিবেদকের উদ্ধৃতি দিয়ে আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত ২২ এপ্রিল আবিদজানের একটি আদালত থিয়ামকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানিয়ে বলেন, ১৯৮৭ সালে ফরাসি নাগরিকত্ব অর্জনের ফলে ৬২ বছর বয়সী এই রাজনীতিবিদ আইভোরিয়ান নাগরিকত্ব হারিয়েছিলেন।

রাজধানীর কোকোডি জেলার পার্টি সদর দপ্তরে ডেমোক্র্যাটিক পার্টির (পিডিসিআই) ছাত্র যুব শাখার প্রধান হেনরি জোয়েল কুয়াদিও ঘোষণা করেন, এখন সময় এসেছে বাকবিতণ্ডা বাদ দিয়ে পদক্ষেপ নেওয়ার।

তিনি আরো বলেন, ‘আমাদের জন্য, পিডিসিআই-এর তরুণদের জন্য, যদি টিডজেন থিয়াম চূড়ান্ত নির্বাচনী তালিকায় না থাকে, তাহলে আইভরি কোস্টে কোনও নির্বাচন হবে না’।

শনিবার, থিয়ামের দল ‘অবিচার, অত্যাচার এবং ভয়ের’ প্রতিবাদে ‘জাতীয় আন্দোলনের’ ডাক দিতে আবিদজানে হাজার হাজার মানুষ সমাবেশ করে।

আগামী বৃহস্পতিবার মালভূমি ব্যবসায়িক জেলায় একটি পিডিসিআই সমাবেশের পরিকল্পনাও করা হয়েছে।

ওই দিন, আবিদজানের একটি আদালতে একটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে, যা থিয়ামকে দলের সভাপতির পদ থেকে অপসারণ করতে পারে কারণ একজন পিডিসিআই কর্মী জাতীয়তার ভিত্তিতে নির্বাচনে দাঁড়ানোর বৈধতার প্রতিদ্বন্দ্বিতা করেন।

আইভরি কোস্টে জন্মগ্রহণকারী থিয়াম ১৯৮৭ সালে ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন। তবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মার্চ মাসে তিনি তা ত্যাগ করেন, কারণ প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব ধারণ করার অনুমতি নেই।

গত মাসের আদালতের রায়ে বলা হয়েছে, ফরাসি নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সাবেক আন্তর্জাতিক ব্যাংকার তার আইভোরিয়ান জাতীয়তা হারিয়েছেন। দেশটির ১৯৬০-এর দশকের জাতীয়তা আইনের ৪৮ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অন্য জাতীয়তা অর্জনের অর্থ আইভোরিয়ান নাগরিকত্ব ত্যাগ করা।

আদালতের দণ্ডের কারণে সাবেক প্রেসিডেন্ট লরেন্ট বাগবোসহ অন্যান্য বিরোধী ব্যক্তিত্বদেরও প্রেসিডেন্ট পদ থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২০ জুন প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০