নিষিদ্ধ প্রার্থীর পক্ষে দ্বিতীয় দিনের মতো আইভরি কোস্টে বিরোধীদের সমাবেশ

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:৫৯

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : আইভরি কোস্টের বিরোধী প্রার্থী টিডজেন থিয়ামকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার প্রায় ১ হাজার তরুণ সমর্থক রোববার আবিদজানে সমাবেশ করেছেন বলে জানা গেছে। এএফপি’র একজন প্রতিবেদকের উদ্ধৃতি দিয়ে আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত ২২ এপ্রিল আবিদজানের একটি আদালত থিয়ামকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানিয়ে বলেন, ১৯৮৭ সালে ফরাসি নাগরিকত্ব অর্জনের ফলে ৬২ বছর বয়সী এই রাজনীতিবিদ আইভোরিয়ান নাগরিকত্ব হারিয়েছিলেন।

রাজধানীর কোকোডি জেলার পার্টি সদর দপ্তরে ডেমোক্র্যাটিক পার্টির (পিডিসিআই) ছাত্র যুব শাখার প্রধান হেনরি জোয়েল কুয়াদিও ঘোষণা করেন, এখন সময় এসেছে বাকবিতণ্ডা বাদ দিয়ে পদক্ষেপ নেওয়ার।

তিনি আরো বলেন, ‘আমাদের জন্য, পিডিসিআই-এর তরুণদের জন্য, যদি টিডজেন থিয়াম চূড়ান্ত নির্বাচনী তালিকায় না থাকে, তাহলে আইভরি কোস্টে কোনও নির্বাচন হবে না’।

শনিবার, থিয়ামের দল ‘অবিচার, অত্যাচার এবং ভয়ের’ প্রতিবাদে ‘জাতীয় আন্দোলনের’ ডাক দিতে আবিদজানে হাজার হাজার মানুষ সমাবেশ করে।

আগামী বৃহস্পতিবার মালভূমি ব্যবসায়িক জেলায় একটি পিডিসিআই সমাবেশের পরিকল্পনাও করা হয়েছে।

ওই দিন, আবিদজানের একটি আদালতে একটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে, যা থিয়ামকে দলের সভাপতির পদ থেকে অপসারণ করতে পারে কারণ একজন পিডিসিআই কর্মী জাতীয়তার ভিত্তিতে নির্বাচনে দাঁড়ানোর বৈধতার প্রতিদ্বন্দ্বিতা করেন।

আইভরি কোস্টে জন্মগ্রহণকারী থিয়াম ১৯৮৭ সালে ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন। তবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মার্চ মাসে তিনি তা ত্যাগ করেন, কারণ প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব ধারণ করার অনুমতি নেই।

গত মাসের আদালতের রায়ে বলা হয়েছে, ফরাসি নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সাবেক আন্তর্জাতিক ব্যাংকার তার আইভোরিয়ান জাতীয়তা হারিয়েছেন। দেশটির ১৯৬০-এর দশকের জাতীয়তা আইনের ৪৮ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অন্য জাতীয়তা অর্জনের অর্থ আইভোরিয়ান নাগরিকত্ব ত্যাগ করা।

আদালতের দণ্ডের কারণে সাবেক প্রেসিডেন্ট লরেন্ট বাগবোসহ অন্যান্য বিরোধী ব্যক্তিত্বদেরও প্রেসিডেন্ট পদ থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২০ জুন প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০