তিন সপ্তাহ পর হাসপাতাল ছাড়লেন বলসোনারো, বুধবারের সমাবেশে যোগ দেওয়ার ইঙ্গিত

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:৫৪

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো গতকাল রবিবার ব্রাসিলিয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এসময় ডিএফ স্টার ক্লিনিকের বাইরে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে ভীড় করেন সমর্থকরা। এ তথ্য জানিয়েছেন এএফপি’র একজন প্রতিবেদক। তিন সপ্তাহ আগে তার পেটে জটিল অস্ত্রোপচার করা হয়।

হাসপাতাল ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৭০ বছর বয়সী বলসোনারো। পাশপাশি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন বলে চিকিৎসকদেরও ধন্যবাদ জানান। দেশটির কট্টর ডানপন্থী এই নেতা ২০১৮ সালের একটি নির্বাচনী সমাবেশে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এরপর থেকেই অন্ত্রের ক্ষতজনিত সমস্যায় ভূগছিলেন। 

চিকিৎসকরা জানান, ১২ ঘণ্টাব্যাপী জটিল অপারেশনের পর বলসোনারোর দ্রুত আরোগ্য তাদের বিস্মিত করেছে। ছুরিকাঘাত পরবর্তী একাধিক অস্ত্রোপচারের সর্বশেষটি করা হয় গত ১৩ এপ্রিল। এরপর তিনি আইসিইউতে ছিলেন টানা ১৭ দিন। 

কার্ডিওলজিস্ট লিয়ান্দ্রো একেনিকে গণমাধ্যমকে জানান, "তিনি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো আছেন,"। তবে তিনি সতর্ক করে বলেন, "পুনরায় সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি একেবারে শেষ হয়ে যায়নি।"

এক্সে দেওয়া বার্তায় সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, তাঁর "পরবর্তী চ্যালেঞ্জ" আগামী বুধবার ব্রাসিলিয়ায় সমাবেশে যোগদান। যদিও সেখানে সশরীরে উপস্থিত না থাকার পরামর্শ দিয়েছেন ক্লিনিকের সার্জারি বিভাগের প্রধান ক্লদিও বিয়োরোলিনি। 

এদিকে, আগামী বুধবার বলসোনারো সমর্থকদের জন্য ক্ষমা প্রার্থনার দাবিতে সমাবেশ করার কথা রয়েছে। কারণ, তারা ২০২৩ সালের ৮ জানুয়ারি সরকারি ভবনে হামলা চালিয়ে লুলাকে ক্ষমতায় যেতে বাধা দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিল।

গত মার্চের শেষ দিকে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বলসোনারোর বিচারের সিদ্ধান্ত নেয় ব্রাজিলের সুপ্রিম কোর্ট। অভিযোগে বলা হয়, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিজয়ের পর তাঁর অভিষেক ঠেকাতে ষড়যন্ত্রের নেতৃত্ব দেন বলসোনারো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০