মে মাসে সৌদি আরবে পুতিন-ট্রাম্প বৈঠক হতে পারে

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:০৮

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মে মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকের কথা ভাববেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস জানায়, তিনি তার পরিকল্পিত সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, আমাদের এটি নিয়ে ভাবতে হবে। আমি এটি নিয়ে ভাবিনি।’ তবে মার্কিন নেতা বলেন, ‘আমরা খুব শিগগির সৌদি আরব যাচ্ছি।’

এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতার মধ্যে যোগাযোগ জরুরি।

পুতিন ও ট্রাম্প ১৮ মার্চ এক টেলিফোন কথোপকথনে ইউক্রেনীয় সংঘাতে ৩০ দিনের যুদ্ধবিরতি, উত্তেজনা রোধের শর্ত এবং বেশ ক’টি আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ইউক্রেন সংঘাতের পক্ষগুলো পারস্পরিকভাবে জ্বালানি অবকাঠামোগত স্থাপনাগুলোয় আক্রমণ থেকে বিরত থাকার ট্রাম্পের প্রস্তাবের সাথে রাশিয়ান নেতা একমত হন।

ট্রাম্প পূর্বে মধ্যপ্রাচ্য সফরের পরে রাশিয়ান নেতার সাথে একটি বৈঠক করতে পারেন বলে জানান। তিনি ১৩ থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরটিভি’র ফটোকার্ড এডিট করে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের
আইএফএডিকে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
চুয়াডাঙ্গায়  মেয়াদোত্তীর্ণ মদ পান করে ৬ জনের মৃত্যু
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ৮ জনের কারাদণ্ড 
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
১০