মে মাসে সৌদি আরবে পুতিন-ট্রাম্প বৈঠক হতে পারে

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:০৮

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মে মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকের কথা ভাববেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস জানায়, তিনি তার পরিকল্পিত সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, আমাদের এটি নিয়ে ভাবতে হবে। আমি এটি নিয়ে ভাবিনি।’ তবে মার্কিন নেতা বলেন, ‘আমরা খুব শিগগির সৌদি আরব যাচ্ছি।’

এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতার মধ্যে যোগাযোগ জরুরি।

পুতিন ও ট্রাম্প ১৮ মার্চ এক টেলিফোন কথোপকথনে ইউক্রেনীয় সংঘাতে ৩০ দিনের যুদ্ধবিরতি, উত্তেজনা রোধের শর্ত এবং বেশ ক’টি আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ইউক্রেন সংঘাতের পক্ষগুলো পারস্পরিকভাবে জ্বালানি অবকাঠামোগত স্থাপনাগুলোয় আক্রমণ থেকে বিরত থাকার ট্রাম্পের প্রস্তাবের সাথে রাশিয়ান নেতা একমত হন।

ট্রাম্প পূর্বে মধ্যপ্রাচ্য সফরের পরে রাশিয়ান নেতার সাথে একটি বৈঠক করতে পারেন বলে জানান। তিনি ১৩ থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০