মে মাসে সৌদি আরবে পুতিন-ট্রাম্প বৈঠক হতে পারে

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:০৮

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মে মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকের কথা ভাববেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস জানায়, তিনি তার পরিকল্পিত সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, আমাদের এটি নিয়ে ভাবতে হবে। আমি এটি নিয়ে ভাবিনি।’ তবে মার্কিন নেতা বলেন, ‘আমরা খুব শিগগির সৌদি আরব যাচ্ছি।’

এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতার মধ্যে যোগাযোগ জরুরি।

পুতিন ও ট্রাম্প ১৮ মার্চ এক টেলিফোন কথোপকথনে ইউক্রেনীয় সংঘাতে ৩০ দিনের যুদ্ধবিরতি, উত্তেজনা রোধের শর্ত এবং বেশ ক’টি আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ইউক্রেন সংঘাতের পক্ষগুলো পারস্পরিকভাবে জ্বালানি অবকাঠামোগত স্থাপনাগুলোয় আক্রমণ থেকে বিরত থাকার ট্রাম্পের প্রস্তাবের সাথে রাশিয়ান নেতা একমত হন।

ট্রাম্প পূর্বে মধ্যপ্রাচ্য সফরের পরে রাশিয়ান নেতার সাথে একটি বৈঠক করতে পারেন বলে জানান। তিনি ১৩ থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০