চীনে নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ১০ দাঁড়িয়েছে, আহত ৭০

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:১০ আপডেট: : ০৫ মে ২০২৫, ১৪:২১

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি দর্শনীয় স্থানে ঝড়ো হাওয়ার কবলে পড়ে কিছু পর্যটক বহনকারী নৌকা ডুবে যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। 

এর আগে এ দুর্ঘটনায় নয় জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। 

সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নৌকা ডুবিতে ৭০ জন আহত হয়েছেন। 

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, গতকাল রোববার বিকেলে গুইঝো প্রদেশের কিয়ানজি শহরের একটি নদীতে যাত্রীবাহী নৌকা উল্টে যায়, ফলে ৮৪ জন পানিতে ডুবে যায়।

এই দুর্ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত দশ জন মারা গেছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন ৭০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিসিটিভি আরো জানিয়েছে, সকালে নিখোঁজ হওয়া ব্যক্তিকে দুপুরের দিকে উদ্ধার কর্মীরা মৃত অবস্থায় উদ্ধার করেছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং আহতদের চিকিৎসায় ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার তৎপরতা তদারকি করার জন্য উপ-প্রধানমন্ত্রী ঝাং গুওকিংকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সিসিটিভি জানিয়েছে, নৌকাগুলোতে অতিরিক্ত যাত্রী ছিল না। 

রোববারের ঘটনাটি মধ্য চীনে নৌকা ডুবিতে ১১ জন নিহত হওয়ার মাত্র দুই মাস পর ঘটল। 

হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে একটি শিল্প জাহাজের ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় ১৯ জন যাত্রী পানিতে পড়ে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০