ইয়েমেনে নতুন করে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : হুথি

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:৫২

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : রাজধানী সানা ও এর আশপাশের এলাকায় কমপক্ষে ১০টি বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার নতুন করে এ হামলা চালানো হয়। এতে সাওয়ান এলাকায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা সাবা।

হুথি পরিচালিত সাবা আরও জানায়, সানার আরবাইন সড়কে দুটি এবং বিমানবন্দর সড়কে একটি মার্কিন হামলা হয়েছে। এর আগেও এধরণের দুটি হামলা এবং ধারাবাহিক বোমাবর্ষণের কথা জানায় সংস্থাটি।

এএফপি’র একজন সাংবাদিক জানান, রাজধানী সানায় উচ্চ শব্দে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ২০১৪ সাল থেকে শহরটি হুথিদের দখলে রয়েছে।

ধারণা করা হচ্ছে, গতকাল ইসরায়েলের প্রধান বিমানবন্দরের পাশের এলাকায় হুথিদের হামলার জেরেই নতুন এ মার্কিন হামলা হয়েছে। এর আগে, এপ্রিলের শেষ দিকে সানায় মার্কিন হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে বলে দাবি করে হুথিরা। উত্তরাঞ্চলে তাদের শক্ত ঘাঁটি সাদাসহ ইয়েমেনের অন্যান্য অঞ্চলেও মার্কিন হামলার খবর জানায় বিদ্রোহীরা ।

গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েল ও লোহিত সাগরের নৌচলাচল লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এটিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ বলে দাবি করছে ইয়েমেনে অধিকাংশ এলাকা দখলে নেওয়া সশস্ত্র গোষ্ঠিটি।

সম্প্রতি গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রাখে হুথিরা। তবে মার্চে গাজা অবরোধের প্রতিবাদস্বরূপ ফের আন্তর্জাতিক জাহাজ লক্ষ্য করে হামলার হুমকি দেয়। এর পর ১৫ মার্চ থেকে হুথিদের লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, লোহিত সাগর ও গালফ অব এডেনে নৌপরিবহন রক্ষা করতে এ হামলা চালানো হচ্ছে। মূলত এ হামলা শুরু হয় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তা আরও জোরদার হয়েছে। 

যুক্তরাষ্ট্র জানিয়েছে, মার্চ থেকে তারা ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ১ হাজারেরও বেশি স্থানে হামলা চালিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০