মস্কোর দিকে ধাবমান চারটি ড্রোন প্রতিহত করার দাবি রাশিয়ার

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৪:২৩

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : সোমবার রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে অগ্রসর হওয়া চারটি ড্রোন প্রতিহত করেছে। রাজধানীর রেড স্কয়ারে বিদেশী নেতাদের সামরিক কুচকাওয়াজে জড়ো হওয়ার কয়েকদিন আগে ড্রোন প্রতিহত করার এ দাবি করেছে রাশিয়া।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, পোডলস্ক জেলার প্রতিরক্ষা বাহিনী ‘মস্কোর দিকে ধাবমান চারটি ড্রোনের আক্রমণ প্রতিহত করা হয়েছে বলে তিনি জানান। 

সোবিয়ানিন বলেন, যে স্থানে ধ্বংসাবশেষ পড়েছিল সেখানে প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জরুরি পরিষেবা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আগামী ৯ মে রেড স্কয়ারে একটি সামরিক কুচকাওয়াজ এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ভাষণের আয়োজন করছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট  লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বিদেশী নেতাদের যোগদানের সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেন আগে মস্কোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে এত দূরে প্রাণঘাতী হামলা বিরল।

গত মার্চ মাসে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সারা দেশে একটি ‘ব্যাপক’ আক্রমণে ৩৩৭টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে রাজধানীর আশেপাশের ৯১টিও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০