কাশ্মীর উত্তেজনার মধ্যেই ভারত সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:৪৯

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার ভারত সফরে আসছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইরান দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, এর আগে আরাকচি ইসলামাবাদ সফর করে পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতার করতে প্রস্তুত।

গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে আরাকচি বলেন, 'ইরান উত্তেজনা প্রশমনে সদিচ্ছা নিয়ে কাজ করতে আগ্রহী।'

ইরান ও ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ, যদিও দিল্লি বর্তমানে ওয়াশিংটনের সঙ্গেও ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতায় রয়েছে।

গত বছর চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে ভারত ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার জেরে যুক্তরাষ্ট্র ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি দেয়।

২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর আরাকচি ভারত ও পাকিস্তান উভয় দেশ সফরকারী প্রথম জ্যেষ্ঠ কূটনীতিক।

ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সে অভিযোগ প্রত্যাখ্যান করে। এরপর থেকে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনারা গুলি বিনিময় করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০