জার্মান গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে মামলা করল এএফডি

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৭:০৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : জার্মানির ডানপন্থী রাজনৈতিক দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা কর্তৃক নিজেদের ‘উগ্র ডানপন্থী’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে। বিষয়টি নিয়ে বার্লিন ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে।

বার্লিন থেকে এএফপি জানায়, এএফডির একজন মুখপাত্র জানান, দলটি পশ্চিমাঞ্চলীয় শহর কোলোনের প্রশাসনিক আদালতে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি’র এই শ্রেণিবিন্যাসের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দাখিল করেছে।

গত শুক্রবার বিএফভি জানায়, তারা এএফডিকে ‘নিশ্চিত উগ্র ডানপন্থী গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করছে। সংস্থাটি দলটির নেতাদের ‘বিদ্বেষমূলক, সংখ্যালঘুবিরোধী, ইসলামভীতি ও মুসলিমবিরোধী বক্তব্য’কে এই সিদ্ধান্তের ভিত্তি হিসেবে উল্লেখ করে।

এই শ্রেণিবিন্যাসের ফলে সরকার দলটির ওপর নজরদারি জোরদার করতে পারবে, যেমন ফোনে আড়ি পাতা বা গোপন গোয়েন্দা নিয়োগ করা। একই সঙ্গে দলটিকে নিষিদ্ধ করার দাবি আবারও জোরালো হয়েছে।

বিএফভির এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কয়েকজন সদস্য এএফডির পক্ষে অবস্থান নেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এএফডি হলো ‘জার্মানির সবচেয়ে জনপ্রিয় দল’। ট্রাম্পের মতো এএফডিও অভিবাসনবিরোধী অবস্থান থেকে প্রচারণা চালিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এএফডি প্রায় ২১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়। শীর্ষে ছিল কনজারভেটিভ সিডিইউ-সিএসইউ জোট, যারা প্রায় ২৯ শতাংশ ভোট পেয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গোয়েন্দা সংস্থার সিদ্ধান্তকে ‘ছদ্মবেশী স্বৈরশাসন’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘জার্মানির উচিত এই পথ থেকে সরে আসা।’

রুবিওর এই মন্তব্যের পর জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যতিক্রমীভাবে এক্স (সাবেক টুইটার)-এ সরাসরি জবাব দিয়ে জানায়: ‘এটাই গণতন্ত্র।’ তারা আরও জানায়, বিএফভির এই পদক্ষেপ একটি ‘গভীর ও স্বাধীন তদন্তের’ ফল, যা সংবিধান রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০