ইউক্রেনের সাথে শান্তি চুক্তি সময়ের ব্যাপার মাত্র: পুতিন

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৭:৪১

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এক সাক্ষাৎকারে ইউক্রেনের সাথে শান্তি 

চুক্তিকে অনিবার্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘এটি সময়ের ব্যাপার মাত্র।’
 
গতকাল রোববার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘ইউক্রেনের সাথে চলমান এই যুদ্ধে আমাদের পরমাণু অস্ত্রের দরকার পড়েনি এবং আমরা আশা করি ভবিষ্যতেও তা প্রয়োজন হবে না।’

মস্কো থেকে বার্তা সংস্থা ‘তাস’ আজ একথা জানায়।

রাশিয়ার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘পারমাণবিক অস্ত্র ছাড়াই রাশিয়ার কাছে যথেষ্ট শক্তি ও সম্পদ আছে এই বিশেষ সামরিক অভিযান সফলভাবে শেষ করার জন্য।’

তিনি বলেন, ‘২০২২ সালে যা শুরু হয়েছিল তা রাশিয়ার প্রয়োজনীয় ফলাফলের সাথে একটি যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য আমাদের যথেষ্ট শক্তি ও সামর্থ্য আছে।’

তিনি আরো বলেছেন, ‘ইউক্রেনে সামরিক অভিযানের সময় রাশিয়া ধৈর্য ধরে আছে। কিছু মহল আমাদের ভুল পদক্ষেপ নিতে প্ররোচিত করার চেষ্টা করেছে।’ ‘কিন্তু আমরা তাদেও ফাঁদে পাঁ দিইনি।’

পুতিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ও সমঝোতা অনিবার্য। এখন প্রশ্ন হলো এটি কখন হবে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেন। এ ঘটনাকে ক্রেমলিন তার প্রতিবেশীর বিরুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে। পরবর্তীতে কিয়েভ থেকে রাশিয়ার সেনাদের বিতাড়িত করা হয়েছিল। মস্কোর বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উপায়ে এই সংঘাতের অবসান ঘটাতে চান বলে জানিয়েছেন। পুতিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে শান্তি মীমাংসার জন্য আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০