ইন্দোনেশিয়ায় আই-স্ক্যানিং ওয়ার্ল্ডকয়েন ক্রিপ্টো প্রকল্প স্থগিত

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২০:৩৫

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যানের সহ-প্রতিষ্ঠিত আইবল-স্ক্যানিং ক্রিপ্টোকারেন্সি প্রকল্প ওয়ার্ল্ডকয়েন স্থগিত করেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

২০২৩ সালে ওয়ার্ল্ডকয়েন চালু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষের আইরিস প্যাটার্ন (চোখের মণির নকশা) স্ক্যান করে একটি ‘ওয়ার্ল্ড আইডি’ তৈরি করা হয়েছে; এটি প্রমাণ হয় যে তারা মানুষ এবং তাদের লেনদেন পরিচালনার অনুমতি দেওয়া হয়।

জাকার্তা থেকে এএফপি জানায়, ওয়ার্ল্ডকয়েনের মতে, এনক্রিপ্ট করা ডেটা নিরাপদ, তবে হংকং, কেনিয়া, স্পেন এবং পর্তুগালসহ ব্যক্তিগত ডেটা ব্যবহার নিয়ে উদ্বেগের কারণে এটি সমস্যায় পড়েছে।

যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই প্ল্যাটফর্মে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জনসাধারণের কাছ থেকে আপত্তি আসার পর রোববার ইন্দোনেশিয়া এ স্থগিতাদেশ দেয়।

ডিজিটাল স্পেস তত্ত্বাবধানের জন্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আলেকজান্ডার সাবার বলেছেন, ‘এটি জনসাধারণের সম্ভাব্য ঝুঁকি রোধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।’ 

তিনি বলেন, সরকার ওয়ার্ল্ডকয়েনের স্থানীয় অপারেটর পিটি তেরাং বুলান আবাদি ও পিটি সান্দিনা আবাদি নুসান্তারাকে তাদের কার্যকলাপ সম্পর্কে ব্যাখ্যা চাইতে তলব করবে।

এই প্রকল্পের লক্ষ্য ক্রিপ্টো শিল্পের প্রধান চ্যালেঞ্জগুলোর একটি সমাধান করা- যা মূলত ছদ্মনামের ওপর নির্ভর করে পরিচালিত হয় এবং ফলে স্প্যাম বট ও স্ক্যামের ঝুঁকি থাকে।

গোপনীয়তা আইন লঙ্ঘন করায় হংকংয়ের ব্যক্তিগত তথ্য কমিশনার (পিসিপিডি) গত মে মাসে প্রকল্পটিকে আইরিস ও মুখের ছবি স্ক্যান করা এবং সংগ্রহ করা বন্ধ করার নির্দেশ দেন।

স্পেনের ডেটা সুরক্ষা সংস্থাও কোম্পানিটিকে তাদের দেশে কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে। এর কয়েক সপ্তাহ পর পর্তুগালের ডেটা কর্তৃপক্ষ ২০২৪ সালের মার্চে অপ্রাপ্তবয়স্কদের জন্য ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ওয়ার্ল্ডকয়েন স্থগিত করার ঘোষণা দেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০