ইন্দোনেশিয়ায় আই-স্ক্যানিং ওয়ার্ল্ডকয়েন ক্রিপ্টো প্রকল্প স্থগিত

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২০:৩৫

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যানের সহ-প্রতিষ্ঠিত আইবল-স্ক্যানিং ক্রিপ্টোকারেন্সি প্রকল্প ওয়ার্ল্ডকয়েন স্থগিত করেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

২০২৩ সালে ওয়ার্ল্ডকয়েন চালু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষের আইরিস প্যাটার্ন (চোখের মণির নকশা) স্ক্যান করে একটি ‘ওয়ার্ল্ড আইডি’ তৈরি করা হয়েছে; এটি প্রমাণ হয় যে তারা মানুষ এবং তাদের লেনদেন পরিচালনার অনুমতি দেওয়া হয়।

জাকার্তা থেকে এএফপি জানায়, ওয়ার্ল্ডকয়েনের মতে, এনক্রিপ্ট করা ডেটা নিরাপদ, তবে হংকং, কেনিয়া, স্পেন এবং পর্তুগালসহ ব্যক্তিগত ডেটা ব্যবহার নিয়ে উদ্বেগের কারণে এটি সমস্যায় পড়েছে।

যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই প্ল্যাটফর্মে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জনসাধারণের কাছ থেকে আপত্তি আসার পর রোববার ইন্দোনেশিয়া এ স্থগিতাদেশ দেয়।

ডিজিটাল স্পেস তত্ত্বাবধানের জন্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আলেকজান্ডার সাবার বলেছেন, ‘এটি জনসাধারণের সম্ভাব্য ঝুঁকি রোধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।’ 

তিনি বলেন, সরকার ওয়ার্ল্ডকয়েনের স্থানীয় অপারেটর পিটি তেরাং বুলান আবাদি ও পিটি সান্দিনা আবাদি নুসান্তারাকে তাদের কার্যকলাপ সম্পর্কে ব্যাখ্যা চাইতে তলব করবে।

এই প্রকল্পের লক্ষ্য ক্রিপ্টো শিল্পের প্রধান চ্যালেঞ্জগুলোর একটি সমাধান করা- যা মূলত ছদ্মনামের ওপর নির্ভর করে পরিচালিত হয় এবং ফলে স্প্যাম বট ও স্ক্যামের ঝুঁকি থাকে।

গোপনীয়তা আইন লঙ্ঘন করায় হংকংয়ের ব্যক্তিগত তথ্য কমিশনার (পিসিপিডি) গত মে মাসে প্রকল্পটিকে আইরিস ও মুখের ছবি স্ক্যান করা এবং সংগ্রহ করা বন্ধ করার নির্দেশ দেন।

স্পেনের ডেটা সুরক্ষা সংস্থাও কোম্পানিটিকে তাদের দেশে কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে। এর কয়েক সপ্তাহ পর পর্তুগালের ডেটা কর্তৃপক্ষ ২০২৪ সালের মার্চে অপ্রাপ্তবয়স্কদের জন্য ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ওয়ার্ল্ডকয়েন স্থগিত করার ঘোষণা দেয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০