সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২২:৪০

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধজাহাজ ‘বিআরপি মিগুয়েল মালভার’ সোমবার যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের বার্ষিক ‘বালিকাতান’ সামরিক মহড়ায় লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহারের জন্য গৌরবের সঙ্গে বের হওয়ার কথা ছিল। দুর্ঘটনাক্রমে সেটি ডুবে যায় এবং মহড়া বাতিল করা হয়।

জাহাজটি একসময় জাপানি সাবমেরিনগুলোকে তাড়া করত এবং মার্কিন নৌবহরের অংশ হিসেবে জার্মান বন্দীদের বহন করত।

৮০ বছরের পুরানো এই জাহাজটি নিজের ‘শেষকৃত্য’ করতে পারেনি। প্রথম গুলি চালানোর আগেই জাহাজটি ডুবে যেতে দেখল দর্শকরা।

ম্যানিলা থেকে এএফপি জানায়, মহড়া বাতিলের কথা জানিয়ে ফিলিপাইনের নৌবাহিনীর মুখপাত্র জন পার্সি অ্যালকস বলেন, ‘আজ থেকে মহড়া শুরু হওয়ার আগেই ফিলিপাইনের পশ্চিম উপকূলে বালিকাতান ২৫ নৌ-স্ট্রাইক টার্গেট জাহাজটি ডুবে গেছে।

তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি প্রতিকূল ও জাহাজটি পুরানো হওয়ায় এর ভেতরে পানি উঠে যায় এব শেষে ডুবে যায়।

‘বিআরপি মিগুয়েল মালভার’ ছিল ফিলিপাইনের ইতিহাসের সবচেয়ে বেশি অলঙ্কৃত জাহাজগুলোর অন্যতম। জাহাজটির প্রশংসা করে অ্যালকোস বলেন, ফিলিপাইন নৌবাহিনীকে একটি আধুনিক ও বহুমুখী বাহিনীতে রূপান্তরিত করতে পেরে গর্বিত।

২০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহারের পর ১৯৬৬ সালে জাহাজটিকে রিপাবলিক অব ভিয়েতনামের কাছে বিক্রি করে দেওয়া হয়। তখন এর নাম ছিল  ইউএসএস ব্র্যাটলবোরো।

১৯৭৫ সালে সাইগনের পতনের পর ক্রুরা ভিয়েতনাম থেকে পালিয়ে গেলে ফিলিপাইন নৌবাহিনী জাহাজটি অধিগ্রহণ করে। পরে সেটি সংস্কার করা হয়।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষা রোধে তিন সপ্তাহের মার্কিন-ফিলিপাইনের যৌথ ‘বালিকাতান’ মহড়া শুক্রবার শেষ হওয়ার কথা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০