নিম্নমুখী প্রবণতায় বন্ধ হয়েছে মার্কিন শেয়ারবাজারের সোমবারের লেনদেন

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:৪০ আপডেট: : ০৬ মে ২০২৫, ১২:৪৩

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস):  নিম্নমুখী প্রবণতা মধ্য দিয়ে মার্কিন শেয়ারবাজারে সোমবারের লেনদেন শেষ হয়েছে। এদিন এস অ্যান্ড পি ৫০০ সূচকের টানা নয় দিনের ঊর্ধ্বমুখী ধারা থেমে যাওয়ার কারণে সেবা খাতের কার্যকলাপ প্রত্যাশার চেয়ে সামান্য ভালো এসেছে। নিউইয়র্ক থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

প্রধান এই সূচকটি ০.৬ শতাংশ হ্রাস পেয়ে ৫,৬৫০.৩৮ পয়েন্টে দাড়িয়েছে। আর দাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.২ শতাংশ কমে ৪১,২১৮.৮৩ পয়েন্টে দিন শেষ করে। প্রযুক্তিনির্ভর নাসদাক সূচকও কমে যায় এবং বড় তিনটি ওয়াল স্ট্রিট সূচকের মধ্যে হ্রাসের ধারা দেখা গেছে। এটি ০.৭ শতাংশ কমে ১৭,৮৪৪.২৪ পয়েন্টে বন্ধ হয়।

এফএইচএন ফিনানশিয়ালের বিশ্লেষক ক্রিস্টোফার লো এএফপিকে বলেন, ‘অনেক দিন পর, আজ (সোমবার) বাজার ছিল খুবই শান্ত।’ ভবিষ্যতের কথা বলতে গিয়ে লো বলেন, ‘মূল্যমান নির্ধারিত হয়েছে এমন প্রত্যাশার ভিত্তিতে যে, জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও শীর্ষ বাণিজ্য অংশীদারদের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্য চুক্তি হবে।

একক কোম্পানির মধ্যে, বার্কশায়ার হ্যাথাওয়ের বহুল লেনদেন হওয়া বি-শ্রেণীর শেয়ারের দাম ৫.১ শতাংশ কমে যায়। এটি এমন এক দিনে ঘটে যখন কোম্পানির দীর্ঘদিনের নেতা ওয়ারেন বাফেট ঘোষণা দেন যে, তিনি এ বছরের শেষে প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়াবেন।

বাফেট পরবর্তী সিইও হিসেবে কোম্পানির বোর্ড কর্তৃক নিযুক্ত গ্রেগ আবেলকে উত্তরসূরি হিসেবে অনুমোদন করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টের পর বিনোদন খাতের কোম্পানিগুলোর শেয়ারমূল্য কমে যায়, তিনি লিখেছেন  অন্যান্য দেশে নির্মিত চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপ করবেন।

সোমবার নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিজনি—এই দুই কোম্পানির শেয়ার শুরুতে উল্লেখযোগ্যভাবে পড়ে যায়, যদিও পরে কিছুটা পুনরুদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০