রাশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ড্রোন হামলায় যান চলাচল বিঘ্নিত

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৪:৪০

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : রাশিয়ার বেশ ক’টি বিমানবন্দরে মঙ্গলবার রাতের বেলায় ড্রোন হামলায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।

রাশিয়া কর্তৃপক্ষকে উদ্ধৃত করে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কোয় পরিকল্পিত সামরিক কুচকাওয়াজের ক’দিন বিভিন্ন বিমানবন্দরের ওপর এসব হামলায় মস্কোও অন্তর্ভুক্ত ছিল।

কর্তৃপক্ষ জানায়, রাজধানী মস্কোয় মোট ১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ৯ মে সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি কুচকাওয়াজ ও ভাষণে বেশ ক’জন বিশ্ব নেতার যোগ দেওয়ার কথা রয়েছে।

ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি’র উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর চারটি বিমানবন্দরে বিমান চলাচলের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নগরীর প্রধান শেরেমেতিয়েভো বিমানবন্দরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভলগোগ্রাদ ও নিজনি নভগোরোদসহ অন্যান্য নগরীর বিমানবন্দরগুলোরও চলাচল বিঘ্নিত হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘মস্কোর দক্ষিণে একটি প্রধান সড়কের ওপর ধ্বংসাবশেষ পড়েছে, তবে নগরীর কোথাও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ হতাহত হয়নি।’

রাশিয়ান মিডিয়া একটি সুপারমার্কেটের জানালার ফাটল ও একটি কালো আবাসিক ভবনের সম্মুখভাগের কয়েকটি ছবি সম্প্রচার করেছে।

ভোরোনেজ ও পেনজা’র গভর্নর জানান, তাদের স্ব স্ব অঞ্চলে যথাক্রমে ১৮টিও ১০টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
১০