জার্মানির পার্লামেন্টে প্রথম দফার ভোটে চ্যান্সেলর নির্বাচিত হতে ব্যর্থ হলেন ফ্রিডরিশ মের্ৎস

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৬:৩২

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : জার্মানির রক্ষণশীল নেতা ফ্রিডরিশ মের্ৎস পার্লামেন্টে প্রথম দফার ভোটে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন। ৬৩০ সদস্যবিশিষ্ট বুন্ডেস্টাগে মের্ৎসের পক্ষে ৩১০টি ভোট পড়েছে, যা প্রয়োজনীয় ৩১৬ ভোটের ছয়টি কম।

বার্লিন থেকে এএফপি জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটে প্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারা মের্ৎসের জন্য একটি অপ্রত্যাশিত ধাক্কা, কারণ তার দল  খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) এবং মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) মিলে মোট ৩২৮টি আসনের অধিকারী। ফলে এই ভোট একপ্রকার আনুষ্ঠানিকতা বলেই গণ্য হচ্ছিল। তবে ফলাফল একে চ্যালেঞ্জে রূপ দিয়েছে।

এই পরিস্থিতিতে মের্ৎসের জোটে অভ্যন্তরীণ মতবিরোধ বা অসন্তোষ থাকার সম্ভাবনা দেখা দিয়েছে, যা তার ভবিষ্যৎ নেতৃত্বের জন্য চাপ তৈরি করতে পারে।

৬৩০ সদস্যবিশিষ্ট বুন্ডেস্টাগে মের্ৎসের পক্ষে ভোট দেন ৩১০ জন সাংসদ, বিপক্ষে ভোট দেন ৩০৭ জন। তিনজন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন এবং একটি ব্যালট বাতিল হয়। নয়জন সাংসদ অনুপস্থিত ছিলেন।

এখন আরও দুটি ভোট অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চূড়ান্ত রাউন্ডে কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই চ্যান্সেলর নির্বাচিত হবেন মের্ৎস।

জার্মান সংবিধান অনুযায়ী, এখন ১৪ দিনের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট আয়োজন করা হবে। তৃতীয় দফায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই চ্যান্সেলর নির্বাচিত হওয়া সম্ভব। এই ব্যর্থতা মের্ৎসের নেতৃত্বের ওপর প্রশ্ন তুলেছে এবং জার্মান রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে, মের্ৎসের নেতৃত্বাধীন জোটের স্থায়িত্ব এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে জার্মান রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০