ভেনেজুয়েলার বিরোধী নেতাদের 'উদ্ধার', এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন: রুবিও

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:১৮

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার বলেছেন, কারাকাসে আর্জেন্টিনার দূতাবাসে এক বছরেরও বেশি সময় ধরে আশ্রয় নেওয়া পাঁচজন ভেনেজুয়েলার বিরোধী নেতাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর এখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন বলে জানান রুবিও।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি বিস্তারিত তথ্য না জানিয়ে বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের বিরোধীদের ‘একটি সুনির্দিষ্ট অভিযানে‘ মুক্ত করা হয়েছে।

রুবিও এক্স-এ বার্তায় লিখেছেন, ‘কারাকাসে আর্জেন্টিনার দূতাবাসে মাদুরো শাসন কর্তৃক আটক সকল জিম্মিকে সফলভাবে উদ্ধারের ঘটনাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।

তিনি আরো বলেন, একটি সুনির্দিষ্ট অভিযানের পর, সকল জিম্মি এখন নিরাপদে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে প্রসিকিউটররা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর, গত বছরের মার্চ মাস থেকে পাঁচজন বিরোধী নেতা আর্জেন্টিনা দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন।

তারা বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর ঘনিষ্ঠ। যিনি গত বছরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে মাদুরোর সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।

মাদুরো সেই নির্বাচনে জয় দাবি করেছিলেন। কিন্তু বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকার দেশ, স্বাধীন পর্যবেক্ষক এবং বিশ্বশক্তি নির্বাচন কমিশনকে তার দাবির সমর্থনে ফলাফলের তথ্য জানানোর দাবি জানিয়েছিল। 

এই বিরোধের ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং দমন-পীড়নের ঘটনা ঘটে। যার ফলে ২৮ জন নিহত হয় এবং ২ হাজার ৪শ’ জনকে কারাগারে পাঠানো হয়। তাদের মধ্যে প্রায় ৫শ’ জন এখনও আটক রয়েছেন। যদিও কর্মীরা বলছেন, ভিন্নমতাবলম্বীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। 

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র পুনরায় দেশটিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিকে আরো অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কারাদণ্ডের শুরুর তারিখ আজ জানতে পারবেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
দুর্যোগ ও প্রশমন দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও সভা
নাটোরে শিশুদের সুরক্ষায় আলোচনা সভা
দিনাজপুরে শিশু অধিকার সপ্তাহে শিক্ষা উপকরণ বিতরণ
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
১০