কাল মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১১:২৩

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৮ মে মস্কোতে এক বৈঠকে বসবেন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে মঙ্গলবার জানিয়েছে ক্রেমলিন।

মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই নেতার একান্ত বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনা এবং রুশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক রয়েছে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সেই ধারাবাহিকতায় চীনের প্রেসিডেন্ট শি’র এই রাষ্ট্রীয় সফর শুরু হবে বুধবার থেকে।

সফরের অংশ হিসেবে ৯ মে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে শিকে অতিথি হিসেবে অভ্যর্থনা জানাবে রাশিয়া। ওই প্যারেডে রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

চীন ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরলেও পশ্চিমা দেশগুলো বলছে, বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়াকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় সুবিধা দিচ্ছে।

গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এবং অন্তত ১৫৫ জন চীনা নাগরিক রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছে, এমন তথ্য রয়েছে।

বেইজিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, তাদের নাগরিকদের সংঘাতে জড়াতে নিরুৎসাহিত করা হয়েছে।

এই সফরে রুশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ কৌশল, আন্তর্জাতিক ভূরাজনীতি এবং ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বশক্তিগুলোর অবস্থান পুনর্মূল্যায়ন হবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০