ভারত-পাকিস্তান সংঘর্ষ দ্রুত শেষ হবে বলে আশা ট্রাম্পের

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৩:৩৫

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ দ্রুত শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালানোর এবং ইসলামাবাদ পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'এটা লজ্জাজনক। আমরা এ বিষয়ে এইমাত্র শুনলাম। তবে অতীতের হিসেবে লোকে অনুমান করতে পারছিল, এমন কিছু ঘটতে পারে। আসলে, তারা অনেক দশক—এমনকি শতাব্দী ধরেই লড়ছে, যদি আপনি এ নিয়ে চিন্তা করেন।'

ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে তিনবার পূর্ণমাত্রার যুদ্ধ করেছে। উভয় দেশ কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে, তবে অঞ্চলটির আলাদা অংশ তারা শাসন করে আসছে।

ট্রাম্প আরও বলেন, 'আমি কেবল আশা করি, এটা খুব দ্রুতই শেষ হবে।'

ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে এক পর্যটকবাহী বাসে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের ভূখণ্ডে ‘সন্ত্রাসবাদী ঘাঁটি’তে বিমান হামলা চালানোর কথা জানায় ভারত। নিহতদের বেশিরভাগই হিন্দু।

নয়াদিল্লি জানিয়েছে, জাতিসংঘে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সদস্যরাই ওই হামলার জন্য দায়ী।

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ভারত অধিকৃত কাশ্মীর লাগোয়া পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় তিনটি এবং পাঞ্জাব প্রদেশে দুটি স্থানে হামলা চালানো হয়েছে। ইসলামাবাদ জানিয়েছে, এসব হামলায় একজন শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এর কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানায়।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, 'আমরা পাকিস্তান ও ভারতকে আহ্বান জানাচ্ছি, তারা যেন একটি দায়িত্বশীল সমাধানের পথে অগ্রসর হয়, যা দীর্ঘমেয়াদে শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০