ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : পাকিস্তানের নয়টি স্থানে ভারতীয় সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সেনাবাহিনীর হামলার কয়েক ঘন্টা পরই জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এই উদ্বেগের কথা জানান।
গুতেরেস বলেছেন, বিশ্ব কখনো এই যুদ্ধকে সমর্থন করবে না।
জাতিসংঘ থেকে এএফপি এই খবর জানায়।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘ মহাসচিব আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর অভিযানে গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্ব প্রতিবেশি দুই দেশের মধ্যে সামরিক বাহিনীর অভিযানকে সমর্থন করবে না।’
এদিকে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেনএই হামলা খুবই দূর্ভাগ্যজনক এবং এটা লজ্জাজনকও বটে।’
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ওভাল অফিসে ঠিক প্রবেশের সময়ই আমরা খবরটা পেলাম।
ট্রাম্প বলেছেন, আমি মনে করছি অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তারা অনেক, অনেক যুগ ধরে একে অপরের সঙ্গে লড়াই করে আসছে।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, সঠিক করে বলা হলে, এক শতক ধরে তারা লেগে আছে বলে মনে করতে পারেন। আশা করছি এটি দ্রুতই শেষ হবে।
ভারত-পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিংপিন ও গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবেশি দেশ দুটিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানে হামলা চালানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাথে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত-পাকিস্তান উভয় পক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।
এদিকে ভারতের হামলার জবাব দিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি জানান, গভীর রাতে ভারতীয় বিমান বাহিনীর হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী এই হামলার জবাবে কঠোর ও সমন্বিত প্রতিক্রিয়া জানাচ্ছে বলে জানিয়েছেন আইএসপিআর প্রধান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি।
আহমেদ শরীফ বলেন, কাশ্মীরের পূর্ব আহমদপুর এলাকায় হামলায় ৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় একটি শিশু আহত এবং মসজিদটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কোটলির আব্বাস মসজিদ এবং মুরিদকেতে আরো দু'টি মসজিদে হামলা হয়েছে, যেখানে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। ভারতের হামলাকে কাপুরুষোচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।