ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ১

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৩:৩৯

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনে বুধবার একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, ভোরে সিডন শহরের ইমাম আলী মসজিদের কাছে একটি গাড়ি লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলার ফলে একজন নিহত হয়েছেন। 

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য জানা হয়নি। 

হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। 

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরাইল সংলগ্ন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।

ইসরাইল লেবানন থেকে এর সমস্ত বাহিনী প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু তারা পাঁচটি অবস্থানে সৈন্য রেখেছে যা তারা ‘কৌশলগত’ বলে মনে করে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, হিজবুল্লাহ লিটানির দক্ষিণ থেকে যোদ্ধাদের প্রত্যাহার করেছে এবং ওই এলাকার বেশিরভাগ সামরিক অবকাঠামো ভেঙে ফেলেছে।

লেবানন বলেছে, তারা তাদের প্রতিশ্রুতি মেনে চলছে এবং ইসরাইলকে আক্রমণ বন্ধ করতে এবং পাঁচটি সীমান্ত অবস্থান থেকে সরে যেতে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০