যুক্তরাজ্য ভারত-পাকিস্তান সংঘর্ষে উত্তেজনা প্রশমনে সহায়তা দিতে প্রস্তুত

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৩:৪৫

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্য জানিয়েছে তারা পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। দেশ দুটি দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় জড়ানোর পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস এমন মন্তব্য করেন।

লন্ডন থেকে এএফপি জানায়, রেনল্ডস বলেন, 'আমাদের বার্তা হলো—আমরা উভয় দেশের বন্ধু ও অংশীদার। আমরা উভয় পক্ষকে সহায়তা দিতে প্রস্তুত। উভয় দেশেরই আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ ও উত্তেজনা প্রশমনে গভীর স্বার্থ জড়িত। আর আমরা সেই লক্ষ্যে যা কিছু করা সম্ভব, তা করতে প্রস্তুত রয়েছি।'

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের আট কিলোমিটারের (পাঁচ মাইল) ভেতরে ভ্রমণ এবং বাস্তবিকভাবে কাশ্মীর সীমান্ত হিসেবে পরিচিত লাইন অব কন্ট্রোলের ১৬ কিলোমিটারের ভেতরে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যেকোনো ধরনের ভ্রমণ পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, 'আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ব্রিটিশ নাগরিকদের আমাদের ভ্রমণসংক্রান্ত পরামর্শ নিয়মিত অনুসরণ করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
১০