ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৪:১১

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে দুই নিকট প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার বরাবর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে আজ। এর আগে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইসলামাবাদ জানায়, ভারতীয় হামলায় কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অপরদিকে, নয়াদিল্লির দাবি, পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের অন্তত ৮ জন নিহত হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, প্রতিশোধমূলক হামলার হিসাব দ্রুতই চুকিয়ে দেওয়া হবে। তার দাবি, পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। 

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দেশের অভ্যন্তরে তিনটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। তবে এর কারণ বা পাইলটদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে।

এর আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। এই ঘটনার জন্য পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে আসছে ভারত। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। এরপর থেকেই দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ও সীমান্তে গুলিবিনিময় শুরু হয়। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, “ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বিশ্ববাসী বহন করতে পারবে না।” অন্যদিকে সংঘাত দ্রুতই থেমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, দুদেশের মধ্যে শান্তি প্রচেষ্টায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আজ নয়াদিল্লি সফর করার কথা। দুই দিন আগে তিনি ইসলামাবাদ সফর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩
গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল
গাজায় ৭ ইসরাইলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর
সব মৃত জিম্মির মরদেহ সোমবার ফিরবে না : ইসরাইলি সেনা কর্মকর্তা
বৃক্ষ, লক্ষ্য আর ট্রিলিয়ন ডলার: কপ৩০ সম্মেলন আলোচনায় কী থাকছে?
গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাস ও রিজভীসহ ১৬৭ জনকে অব্যাহতি
কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ
কারাদণ্ডের শুরুর তারিখ আজ জানতে পারবেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
দুর্যোগ ও প্রশমন দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও সভা
নাটোরে শিশুদের সুরক্ষায় আলোচনা সভা
১০