ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ইসরাইলি হামলায় নিহত ৫: উদ্ধারকারী

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:৪৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস): যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে গাজা সিটি থেকে এএফপি এ তথ্য জানায়।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আজ ভোরে গাজা সিটির উত্তরে বেইত লাহিয়া শহরে আবু রায়য়ান পরিবারের বাড়িতে এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গাজার উদ্ধারকারীরা জানিয়েছে, একদিন আগে ইসরাইলি বোমা হামলায় ৫৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই গাজা সিটির।

১৮ মার্চ ফিলিস্তিনি ভূখণ্ডে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় ইসরাইলি হামলা পুনরায় শুরু করার পর বুধবারের হামলা ছিল সবচেয়ে মারাত্মক।

এই সপ্তাহে ইসরাইলি সেনাবাহিনীর পরিকল্পিত বর্ধিত হামলার বিষয়টি আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়েছে।

জাতিসংঘের সংস্থাগুলো এর আগে গাজায় একটি মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে সৃষ্ট ১৯ মাসের যুদ্ধে গাজা এখন বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, মার্চ মাসে ইসরাইল তাদের অভিযান পুনরায় শুরু করার পর থেকে কমপক্ষে ২,৫৪৫ জন নিহত হয়েছে, যার ফলে যুদ্ধের মোট মৃতের সংখ্যা ৫২,৬৫০ ছাড়িয়ে গেছে।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপির হিসাব অনুসারে, ২০২৩ সালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলি পক্ষের ১,২১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। হামাস ওই হামলায় ২৫১ জনকে অপহরণ করেছে, যাদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় আটক রয়েছে, ইসরাইলি সেনাবাহিনী বলেছে ওই জিম্মিদের মধ্যে ৩৪ জন মারা গেছে।

বুধবার, জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজায় ফিলিস্তিনিদের ‘ধ্বংস’ এড়াতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেছেন, ‘নিষ্ক্রিয় থাকা এবং নিরপরাধদের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করার অথবা একটি ন্যায়সঙ্গত সমাধান তৈরিতে অংশ নেওয়ার’ বিশ্বকে সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩
গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল
গাজায় ৭ ইসরাইলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর
সব মৃত জিম্মির মরদেহ সোমবার ফিরবে না : ইসরাইলি সেনা কর্মকর্তা
বৃক্ষ, লক্ষ্য আর ট্রিলিয়ন ডলার: কপ৩০ সম্মেলন আলোচনায় কী থাকছে?
গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাস ও রিজভীসহ ১৬৭ জনকে অব্যাহতি
কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ
কারাদণ্ডের শুরুর তারিখ আজ জানতে পারবেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
দুর্যোগ ও প্রশমন দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও সভা
নাটোরে শিশুদের সুরক্ষায় আলোচনা সভা
১০