ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ইসরাইলি হামলায় নিহত ৫: উদ্ধারকারী

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:৪৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস): যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে গাজা সিটি থেকে এএফপি এ তথ্য জানায়।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আজ ভোরে গাজা সিটির উত্তরে বেইত লাহিয়া শহরে আবু রায়য়ান পরিবারের বাড়িতে এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গাজার উদ্ধারকারীরা জানিয়েছে, একদিন আগে ইসরাইলি বোমা হামলায় ৫৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই গাজা সিটির।

১৮ মার্চ ফিলিস্তিনি ভূখণ্ডে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় ইসরাইলি হামলা পুনরায় শুরু করার পর বুধবারের হামলা ছিল সবচেয়ে মারাত্মক।

এই সপ্তাহে ইসরাইলি সেনাবাহিনীর পরিকল্পিত বর্ধিত হামলার বিষয়টি আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়েছে।

জাতিসংঘের সংস্থাগুলো এর আগে গাজায় একটি মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে সৃষ্ট ১৯ মাসের যুদ্ধে গাজা এখন বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, মার্চ মাসে ইসরাইল তাদের অভিযান পুনরায় শুরু করার পর থেকে কমপক্ষে ২,৫৪৫ জন নিহত হয়েছে, যার ফলে যুদ্ধের মোট মৃতের সংখ্যা ৫২,৬৫০ ছাড়িয়ে গেছে।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপির হিসাব অনুসারে, ২০২৩ সালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলি পক্ষের ১,২১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। হামাস ওই হামলায় ২৫১ জনকে অপহরণ করেছে, যাদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় আটক রয়েছে, ইসরাইলি সেনাবাহিনী বলেছে ওই জিম্মিদের মধ্যে ৩৪ জন মারা গেছে।

বুধবার, জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজায় ফিলিস্তিনিদের ‘ধ্বংস’ এড়াতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেছেন, ‘নিষ্ক্রিয় থাকা এবং নিরপরাধদের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করার অথবা একটি ন্যায়সঙ্গত সমাধান তৈরিতে অংশ নেওয়ার’ বিশ্বকে সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
১০