দক্ষিণ আফ্রিকায় বিষক্রিয়ায় ১২০ টিরও বেশি বিপন্ন শকুনের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২১:৪৬

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকায় চোরাশিকারিদের বিষ প্রয়োগে মৃত হাতির বিষাক্ত মাংস খাওয়ার কারণে ১২০ টিরও বেশি বিপন্ন শকুনের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির বন্যপ্রাণী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন, এটি এধরনের সবচেয়ে বড় একক ঘটনাগুলোর অন্যতম।

জোহানেসবার্গ থেকে এএফপি জানায়, পার্ক ও বিপন্ন বন্যপ্রাণী ট্রাস্ট (ইডব্লিওটি) এক বিবৃতিতে বলেছে, এই সপ্তাহের শুরুতে ক্রুগার ন্যাশনাল পার্কে বিষক্রিয়ার শিকার আরও ৮৪টি শকুনকে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য নেওয়া হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ট্র্যাজেডির মাত্রা বিস্ময়কর। ঘটনাস্থলে ১২৩টি শকুন মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত শিকারি পাখির মধ্যে রয়েছে- সাদা পিঠের শকুন, কেপ শকুন ও ভাঁজ-মুখো শকুন, যেগুলো সবই বিপন্ন বা বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শিকারিরা হাতির মৃতদেহের ওপর অত্যন্ত বিষাক্ত কীটনাশক রাসায়নিক ঢেলে দেয়, যা ক্রমবর্ধমানভাবে শকুন ও সিংহের মতো প্রজাতিকে লক্ষ্য করে ব্যবহার করা হচ্ছে। এদের দেহের অংশ বিশেষ কবিরাজি-বৈদ্যালি ইত্যাদি চিকিৎসায় কথিত ‘ওষুধ’ হিসেবে চাহিদা রয়েছে।

ইডব্লিওটি’র  শিকারি পাখি প্রোগ্রাম ম্যানেজার গ্যারেথ টেট  বলেন, ২০১৯ সালের পর থেকে এটি ছিল সবচেয়ে বড় বিষক্রিয়ার ঘটনা। ওই সময় বতসোয়ানায় ৫০০ টিরও বেশি বিপন্ন শকুন শিকারিদের বিষ প্রয়োগে মৃত হাতির মাংস খেয়ে মারা গিয়েছিল।

তিনি বলেন, শিকারিরা মৃত প্রাণীর শরীরে বিষ মিশিয়ে দেয় অথবা টোপ হিসেবে ব্যবহার করার জন্য ফাঁদে ফেলে।

আমরা সিংহের অঙ্গ-প্রত্যঙ্গের জন্য শিকারের উৎপাত বৃদ্ধি পেতে দেখছি। কখনও কখনও শকুনরা তাদের ফাঁদে অসহায় শিকার হয়।

টেট বলেন, কিছু ক্ষেত্রে শিকারিরা বিদ্বেষবশত শিকারি পাখিদের ক্ষতি করে। কারণ এসব পাখি প্রকৃতির প্রহরী। তারা অন্যান্য প্রাণীদের শিকারিদের অবস্থান জানিয়ে দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
১০