মস্কোতে বিজয় দিবস প্যারেডে থাকছেন শি ও লুলাসহ ২০টির বেশি দেশের নেতা

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস): রাশিয়ার ঐতিহাসিক ৯ মে বিজয় দিবস প্যারেডে অংশ নিতে বিশ্বের ২০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা মস্কোতে জড়ো হচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এই তালিকায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা, এবং এমন দুটি অঞ্চলের নেতা যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

মস্কো থেকে এএফপি জানায়, এই প্যারেডকে এ যাবৎকালের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বলে বর্ণনা করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করেই প্রতি বছর আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যা ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সেনাদের মনোবল বাড়াতেও ব্যবহার করা হচ্ছে।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, প্যারেডে ১৩ দেশের সেনাবাহিনী মার্চ করবে। এর মধ্যে রয়েছে চীন, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার এবং কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্র।

ইউক্রেনের সতর্কবার্তা

ইউক্রেন স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছে—বিদেশি সেনারা যদি রাশিয়ার সেনাদের সঙ্গে রেড স্কয়ারে মার্চ করেন, তবে তা মস্কোর আগ্রাসনের সহোদর হিসেবে বিবেচিত হবে এবং এই কর্মকাণ্ডের যৌথ দায় তাদের নিতে হবে।

ইউরোপীয় অংশগ্রহণ

এই প্যারেডে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শুধু সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো অংশ নিচ্ছেন। ফিকো ইউরোপীয় ইউনিয়নের সতর্কতা সত্ত্বেও উপস্থিত হচ্ছেন।

অংশগ্রহণকারী দেশসমূহ

চীন ও ব্রাজিল ছাড়াও ইন্দোনেশিয়া, বুরকিনা ফাসো, বসনিয়া, ভিয়েতনাম, মিশর, জিম্বাবুয়ে, ইরাক, কঙ্গো, মিয়ানমার, কিউবা, ইথিওপিয়া ও ইকুয়েটোরিয়াল গিনির নেতারা প্যারেডে থাকবেন। মধ্য এশিয়ার রাশিয়ার ঐতিহ্যগত মিত্র রাষ্ট্রগুলোর নেতারাও উপস্থিত থাকবেন।

বিতর্কিত অঞ্চল থেকেও অংশগ্রহণ

আর্মেনিয়া ও আজারবাইজানের নেতারা—যারা দীর্ঘকাল ধরে দ্বন্দ্বে জড়িত—উভয়েই এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ ছাড়া দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ার নেতারাও উপস্থিত থাকবেন। জর্জিয়ার এই দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তবে রাশিয়া তাদের পক্ষে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০