রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস): রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। শুক্রবার নরওয়েতে সামরিক সম্মেলন শুরুর আগে এ ঘোষণা দেন তিনি।

‘শ্যাডো ফ্লিট’ বলতে গোপন বা গোপন নৌ বহরকে বোঝায়। যেগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অবৈধ বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকে। রাশিয়ার ক্ষেত্রে তাদের তেল রপ্তানিকারী জাহাজগুলোকে বোঝায়।

 লন্ডন থেকে এএফপি এই খবর জানায়।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, গত বছর থেকে এখন পর্যন্ত ২৪ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের কার্গো পরিবহন করেছে এমন ১০০টি তেলবাহী ট্যাংকারকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। ব্রিটেনের অভিযোগ, এসব জাহাজ ইউরোপের গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত করছে।

২০২২ সালে মস্কোর ইউক্রেন আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলার জন্য এই ‘শ্যাডো ফ্লিট’-এর বহু জাহাজ আগে থেকেই ব্রিটেনের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

স্টারমার এক বিবৃতিতে জানান, ‘রাশিয়া আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি, এটা অবহেলা করা যাবে না। পুতিনকে মোকাবিলায় আরো ব্যবস্থা নেওয়া দরকার।’

তিনি আরো বলেন, ‘তাই আমরা সব শক্তি দিয়ে পুতিনের গোপন নৌবহর ধ্বংস করব। যাতে তারা তেল বিক্রির আয় থেকে বঞ্চিত হয়। পাশাপাশি সমুদ্রের তলদেশে প্রয়োজনীয় ক্যাবলগুলো রক্ষা করতে সব কিছু করব।’

নরওয়ের অসলোতে আজ জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সের (জেইএফ) শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর। সেখানে ইউক্রেন এবং আর্কটিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে।

এই বৈঠকে ব্রিটিশ নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য নতুন সহায়তা ঘোষণা আসতে পারে। যার মধ্যে থাকবে প্রশিক্ষণ কার্যক্রম জোরালো করা এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার উদ্যোগ। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্য সরকার। এছাড়া, মহাকাশ সংক্রান্ত সচেতনতা নিয়ে সমঝোতা স্মারক সই করবে যুক্তরাজ্য ও নরওয়ে। 

উল্লেখ্য, জেইএফের সদস্য দেশগুলো হলো, যুক্তরাজ্য, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে, নেদারল্যান্ডস ও সুইডেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সড়কের চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে : ফাওজুল কবির
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
১০