টোকিও’র হোটেলগুলোকে তথ্য বিনিময় নিয়ে সতর্ক করল জেএফটিসি

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:২৯

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : টোকিও’র ১৫টি বিলাসবহুল হোটেলকে রুম ভাড়ার হার নিয়ে তথ্য ভাগাভাগি করার বিষয়ে অ্যান্টি-মোনোপলি আইনের লঙ্ঘন হতে পারে বলে সতর্ক করেছে জাপানের ফেয়ার ট্রেড কমিশন  (জেএফটিসি)। সম্প্রতি শ্রম সংকট  ও দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতির মধ্যে রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক জাপানে আসায় সারা দেশে হোটেল ভাড়ার দাম বেড়ে গেছে।  

টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইম্পেরিয়াল হোটেল এবং নিউ ওতানিসহ রাজধানীর প্রধান হোটেল অপারেটররা মাসিক বৈঠকে মিলিত হচ্ছিল। তারা প্রতি মাসের রুমের দখল হার, গড় রুম ভাড়া, রুমপ্রতি রাজস্ব, আগাম বুকিং এবং ভবিষ্যতের রুম মূল্য নির্ধারণে নীতিমালা সম্পর্কিত তথ্য বিনিময় করেছে।’ 

‘জেএফটিসি’ জানিয়েছে, তারা এই ১৫টি কোম্পানিকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে। কারণ, এগুলো অযৌক্তিকভাবে বাণিজ্য সীমাবদ্ধ করার মধ্যে পড়তে পারে, যা আইন অনুযায়ী নিষিদ্ধ।

কমিশন জানিয়েছে, কার্টেল ও বিড-রিগিং (প্রতিযোগিতা নষ্ট করে দর নির্ধারণ) হলো এমন কিছু কাজ যা এই ‘অযৌক্তিক বাণিজ্য সীমাবদ্ধতা’র মধ্যে পড়ে।

‘টোকিও শোকো রিসার্চ’ অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়কালে জাপানের ১২টি সাধারণ মানের হোটেলের গড় রুম ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১৬,২৮৯ ইয়েন (প্রায় ১১০ ডলার), যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৮ শতাংশ বেশি। এই গড় দাম ২০২১ সালে করোনা মহামারির সময়ের ৮,১৭১ ইয়েন থেকে প্রায় দ্বিগুণ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তায়কোয়ানডোতে কোরিয়ান কোচ নিয়োগ
রাকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে 
প্রধান উপদেষ্টা আজ ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তব্য দেবেন
মা হারালেন বাসসের সহ-সম্পাদক জুবায়ের
রাজধানীতে আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০