ইউনিক্রেডিটের দখল প্রচেষ্টার মুখে জার্মান কমার্স ব্যাংকের মুনাফা

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৫:৫৫

ঢাকা ৯ মে, ২০২৫ (বাসস) : জার্মানির দ্বিতীয় বৃহত্তম ঋণদানকারী প্রতিষ্ঠান কমার্স ব্যাংক শুক্রবার জানায়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রান্তিকে তাদের নিট মুনাফা ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪ মিলিয়ন ইউরো, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। এই অপ্রত্যাশিত প্রবৃদ্ধি এসেছে এমন এক সময়ে, যখন ব্যাংকটি ইতালির ইউনিক্রেডিটের দখল প্রচেষ্টার মুখে পড়েছে। বিশ্লেষকরা সামান্য পতনের পূর্বাভাস দেওয়ার পর এটি একটি বিস্ময়কর বৃদ্ধি। 

জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গত বছর থেকে ইউনিক্রেডিট তার জার্মান সমকক্ষে একটি বিশাল অংশীদারিত্ব গড়ে তুলেছে, যা আলোচনাকে উস্কে দিয়েছে, এটি সম্পূর্ণ অধিগ্রহণ চাইছে, এমন একটি সম্ভাবনা যার বার্লিনে তীব্র বিরোধিতা করা হচ্ছে।

কমার্স ব্যাংকের প্রধান নির্বাহী বেটিনা অরলপ বলেছেন ‘আমরা ২০১১ সালের পর সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা অর্জন করেছি, যা প্রমাণ করে যে আমরা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জিং সময়েও বৃদ্ধি পেতে পারি।’ 

জার্মানির দ্বিতীয় বৃহত্তম ঋণদাতার রাজস্ব প্রায় ১২ শতাংশ বেড়ে ৩.১ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা পূর্বাভাসের চেয়ে ভালো সুদ এবং কমিশন আয়ের কারণে বৃদ্ধি পেয়েছে।

কমার্স ব্যাংকের কর্মকর্তারা তাদের স্বাধীন থাকার কৌশলের পক্ষে সমর্থন সংগ্রহের জন্য আগামী বৃহস্পতিবার একটি বার্ষিক সাধারণ সভা আহ্বান করতে প্রস্তুত।

হ্যান্ডেলসব্লাট জানায়, এই সপ্তাহে কর্মচারী প্রতিনিধি এবং ইউনিয়নগুলো ফ্রাঙ্কফুর্টের পশ্চিমে উইসবাডেন শহরে সমাবেশে কর্মীদের বিক্ষোভের ডাক দিয়েছে।

ইউনিক্রেডিট-কমার্স ব্যাংকের এই বিবাদ সেপ্টেম্বরে শুরু হয় যখন ইতালির দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠানটি প্রকাশ করে যে, তারা তাদের প্রতিদ্বন্দ্বী ব্যাংকের শেয়ার কিনেছে। যার ফলে আলোচনা শুরু হয় যে প্রধান নির্বাহী আন্দ্রেয়া ওরসেল একটি উচ্চাকাঙ্ক্ষী প্যান-ইউরোপীয় ব্যাংকিং একীভূতকরণের জন্য চাপ দিতে চান।

ইউনিক্রেডিট তখন থেকে তার শেয়ারের পরিমাণ প্রায় ২৮ শতাংশে উন্নীত করেছে এবং মার্চ মাসে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কমার্স ব্যাংকের ২৯.৯ শতাংশ পর্যন্ত কেনার জন্য ব্যাংককে সবুজ সংকেত দিয়েছে।

কমার্স ব্যাংক শেয়ার হোল্ডারদের কাছে নিজেকে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে জার্মানিতে ৩,৯০০ কর্মী ছাঁটাই ও শেয়ার পুনঃক্রয়ের ঘোষণা দিয়েছে। 

ইউনিক্রেডিটের এই অগ্রগতি বার্লিনের কর্পোরেট এবং রাজনৈতিক প্রতিষ্ঠানকে হতবাক করেছে। নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ পূর্বে কমার্স ব্যাংকের জন্য সম্ভাব্য বিডকে ‘প্রতিকূল’ বলে বর্ণনা করেছিলেন।

তবে, ওরসেল শীঘ্রই কমার্স ব্যাংকের জন্য অধিগ্রহণের বিড করার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। মার্চ মাসে বলেছিলেন যে, এটি যুক্তিসংগত কি-না তা নির্ধারণের জন্য তিনি ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
চাঁদপুরে ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শন দক্ষিণ কোরীয় প্রতিনিধি দলের 
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
১০