ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ‘জোরালো আহ্বান’ কে স্বাগত জানিয়েছেন মাখোঁ

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৮:৪৫ আপডেট: : ০৯ মে ২০২৫, ২০:০৩

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানিয়েছেন। আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর তিনি এক্সে একথা বলেন। 

প্যারিস থেকে এএফপি জানায়, মাখোঁ এক্সে বলেন ‘গত রাতে আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। আমি নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য তার জোরালো আহ্বানের প্রশংসা জানাই।’   

তিনি বলেন, ‘আমাদের সকলকে বিলম্ব, মিথ্যা ভান বা দীর্ঘসূত্রী কৌশল ছাড়াই এই লক্ষ্যে কাজ করতে হবে।’

ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার পর ট্রাম্প বৃহস্পতিবার তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এই ধরনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

মাখোঁ বলেছেন, ‘ইউক্রেন ইতোমধ্যেই প্রায় দুই মাস আগে যুদ্ধবিরতির প্রতি তার সমর্থন প্রকাশ করেছে। রাশিয়াও একই কাজ করবে বলে আমি এখন আশা করি।’

মাখোঁ সতর্ক করে দিয়ে বলেন, যদি ক্রেমলিন তা করতে ব্যর্থ হয়, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রসহ সমস্ত ইউরোপীয়দের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।’ 

শুক্রবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেছিলেন, উত্তর ইউরোপীয় দেশগুলোর একটি দল ও ব্রিটেন মার্কিন প্রস্তাবকে সমর্থন করে।

‘আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন, প্রথমে একটি নিঃশর্ত যুদ্ধবিরতি।’ তিনি অসলোতে যৌথ অভিযান বাহিনীর (জেইএফ) বৈঠকের এক ফাঁকে সাংবাদিকদের একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০