ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ‘জোরালো আহ্বান’ কে স্বাগত জানিয়েছেন মাখোঁ

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৮:৪৫ আপডেট: : ০৯ মে ২০২৫, ২০:০৩

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানিয়েছেন। আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর তিনি এক্সে একথা বলেন। 

প্যারিস থেকে এএফপি জানায়, মাখোঁ এক্সে বলেন ‘গত রাতে আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। আমি নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য তার জোরালো আহ্বানের প্রশংসা জানাই।’   

তিনি বলেন, ‘আমাদের সকলকে বিলম্ব, মিথ্যা ভান বা দীর্ঘসূত্রী কৌশল ছাড়াই এই লক্ষ্যে কাজ করতে হবে।’

ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার পর ট্রাম্প বৃহস্পতিবার তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এই ধরনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

মাখোঁ বলেছেন, ‘ইউক্রেন ইতোমধ্যেই প্রায় দুই মাস আগে যুদ্ধবিরতির প্রতি তার সমর্থন প্রকাশ করেছে। রাশিয়াও একই কাজ করবে বলে আমি এখন আশা করি।’

মাখোঁ সতর্ক করে দিয়ে বলেন, যদি ক্রেমলিন তা করতে ব্যর্থ হয়, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রসহ সমস্ত ইউরোপীয়দের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।’ 

শুক্রবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেছিলেন, উত্তর ইউরোপীয় দেশগুলোর একটি দল ও ব্রিটেন মার্কিন প্রস্তাবকে সমর্থন করে।

‘আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন, প্রথমে একটি নিঃশর্ত যুদ্ধবিরতি।’ তিনি অসলোতে যৌথ অভিযান বাহিনীর (জেইএফ) বৈঠকের এক ফাঁকে সাংবাদিকদের একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
চাঁদপুরে ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শন দক্ষিণ কোরীয় প্রতিনিধি দলের 
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
১০