মেক্সিকোতে মাদক চক্রের অভ্যন্তরীণ সংঘর্ষে বেশকিছু শিশু নিহত

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:২৪

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : উত্তর-পশ্চিম মেক্সিকোতে সিনালোয়া মাদক চক্রের দুটি গোষ্ঠীর মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘর্ষে বেশকিছু শিশু নিহত হয়েছে।

শুক্রবার স্থানীয় একজন ন্যায়পাল এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিনালোয়া রাজ্যের মানবাধিকার কমিশনের সভাপতি অস্কার লোজা জানান, গত জুলাইয়ে এক মাদক চক্রের সহ-প্রতিষ্ঠাতাকে আটকের পর সহিংসতায় প্রায় ১শ’ শিশু নিখোঁজ হয়েছে।

সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি এএফপিকে বলেন, ‘সশস্ত্র এই সংঘাতে ঊনত্রিশ শিশু প্রাণ হারায়।’

নিহতদের মধ্যে ৭ এবং ১২ বছর বয়সী দুই মেয়ে  শিশুও রয়েছে। গত সোমবার বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে তারা মারা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ বছর বয়সী এক বালক, তার বাবা-মা এবং আরো দুই আত্মীয় আহত হয়েছে।

লোজা বলেন, ‘মানুষ এত গভীর ও বেদনাদায়ক ক্ষত থেকে কখন সেরে উঠবে? কখনই না। এটা সর্বদা থাকবে, সংখ্যার কারণে নয় বরং নিভে যাওয়া হাসির কারণে।’ 

কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবারের গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে বাদিরাগুয়াতো পৌরসভায়। বাদিরাগুয়াতো পৌরসভা হচ্ছে কারাগারে থাকা মাদক পাচারকারী জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যান এবং অন্যান্য জ্যেষ্ঠ কার্টেল ব্যক্তিদের জন্মস্থান।

উল্লেখ্য, মেক্সিকোতে মাদক গোষ্ঠীর সাম্প্রতিক সংঘাতে ১ হাজার ২শ’ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ হাজার ৪শ’ জন নিখোঁজ হয়েছে। এই সংঘাত বাসিন্দাদের আতঙ্কিত করেছে এবং রাজ্যের রাজধানী কুলিয়াকান এবং সিনালোয়ার অন্যান্য শহরগুলোতে ব্যবসা-বাণিজ্যের ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলেছে।

গত ২০০৬ সাল থেকে মেক্সিকোতে অপরাধমূলক সহিংসতায় প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সহিংসতাগুলো বেশিরভাগই মাদক পাচার এবং অপরাধ চক্রের সাথে সম্পর্কিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে প্রশিক্ষণ 
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
চাঁদপুরে ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শন দক্ষিণ কোরীয় প্রতিনিধি দলের 
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
১০