ইকুয়েডরে ফার্ক বিদ্রোহীদের হামলায় ১১ সেনা নিহত

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:৫৩

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : কলম্বিয়া সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ খনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ফার্ক বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। 

শুক্রবার এ তথ্য জানিয়েছে ইকুয়েডর সরকার।

কুইটো থেকে এএফপি জানায়, ল্যাটিন আমেরিকার এক সময়ের বৃহত্তম গেরিলা গোষ্ঠী ফার্ক ২০১৬ সালে কলম্বিয়ার সরকারের সঙ্গে শান্তিচুক্তি করে। কিন্তু তাদের মধ্যকার কিছু সশস্ত্র গোষ্ঠী তা প্রত্যাখ্যান করে অস্ত্র সমর্পণ থেকে বিরত থাকে। সেই বিচ্ছিন্ন গোষ্ঠীগুলো এখনো নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার মধ্যে মাদক পাচার ও অবৈধ খনি খনন কার্যক্রম অন্যতম।

ইকুয়েডরের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামলায় ১১ জন সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।’ এতে আরো বলা হয়, অভিযানে কয়েক ডজন সেনাসদস্য অংশ নেন। সেসময় বিস্ফোরক, গ্রেনেড এবং আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বিদ্রোহীরা।

এর আগে প্রসিকিউটরের কার্যালয় থেকে আটজনের নিহতের তথ্য জানানো হয়েছিল। পরে বলা হয়, পূর্বাঞ্চলীয় প্রদেশ ওরেলানায় এই হামলার জন্য ‘কমান্ডোস দে লা ফ্রন্টেরা’ নামের অপরাধী গোষ্ঠী দায়ী। যারা কলম্বিয়া ও ইকুয়েডরের সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচারের সঙ্গে জড়িত।

প্রসিকিউটরের বিবৃতিতে আরো বলা হয়, ঘটনাস্থল থেকে ‘মরদেহ উদ্ধার ও প্রমাণ সংগ্রহের’ কাজ শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০