ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ১শ’ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের অনুমোদন আইএমএফের

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৪:২৪ আপডেট: : ১০ মে ২০২৫, ১৬:০৯

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভারতের আপত্তি সত্ত্বেও শুক্রবার পাকিস্তানের জন্য ঋণ কর্মসূচি পর্যালোচনার অনুমোদন দিয়েছে। যার ফলে প্রায় ১ বিলিয়ন ডলার জরুরি তহবিল ছাড় করা হয়েছে এবং নতুন ১শ’ ৪০ কোটি মার্কিন ডলারের একটি বেইলআউট প্যাকেজ অনুমোদন করা হয়েছে। 

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

২০২৩ সালে পাকিস্তান দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায়, যখন রাজনৈতিক সংকট আর অর্থনৈতিক মন্দা এক সঙ্গে মিশে দেশটির ঋণের বোঝা চরম মাত্রায় পৌঁছে। তখন আইএমএফের ৭ বিলিয়ন ডলারের বেইলআউট প্যাকেজ পাকিস্তানকে রক্ষা করে। যা ১৯৫৮ সালের পর থেকে তাদের ২৪ তম আইএমএফ সহায়তা।

আইএমএফ এক বিবৃতিতে বোর্ডের প্রথম ঋণ পর্যালোচনার অনুমোদনের কথা উল্লেখ করে গণমাধ্যমের খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, ‘পাকিস্তানি কর্তৃপক্ষ শক্তিশালী কর্মসূচি বাস্তবায়ন করেছে, যা অর্থায়ন এবং বৈদেশিক খাতে উন্নতি এবং একটি ধারাবাহিক অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করেছে।’

এছাড়াও ‘জলবায়ু ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের প্রতি অর্থনৈতিক সহনশীলতা গড়ে তোলা পাকিস্তানের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য’ প্রায় ১ শ’ ৪০ কোটি মার্কিন ডলারের একটি নতুন ঋণ কর্মসূচির অনুরোধও অনুমোদন করেছে আইএমএফ’র বোর্ড।

পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে ভারত ভোটদানে বিরত থাকে। আইএমএফ বোর্ডে ভুটান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভারত। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এমন একজন ব্যক্তি এএফপি’কে নিশ্চিত করেছেন, ভারতের সিদ্ধান্তের ফলে ওই চারটি দেশই কার্যত ভোটদানে বিরত ছিল। তবে ওই ব্যক্তি প্রকাশ্যে  গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি।

ভারতের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তানের দুর্বল রেকর্ডের কারণে সেখানে আইএমএফ কর্মসূচির কার্যকারিতা নিয়ে উদ্বেগ রয়েছে।’

নয়াদিল্লি আরো আশঙ্কা প্রকাশ করেছে, এই অর্থ পাকিস্তান ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সীমান্তপারের সন্ত্রাসবাদে’ ব্যবহার করতে পারে।

আইএমএফ বোর্ডের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বেড়েছে এবং তিন দিনের ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণ ও ড্রোন হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০