চীন সফরে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৬:৪৭

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : বেইজিংয়ে ল্যাটিন আমেরিকার নেতাদের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে শনিবার পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

বেইজিং থেকে এএফপি জানায়, শনিবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে লুইজ ইনাসিও লুলা দা সিলভার এই রাষ্ট্রীয় সফরটি বুধবার পর্যন্ত চলবে।

দু’দেশের প্রেসিডেন্ট আগামী ১২ মে বেইজিংয়ে চীন এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান রাজ্যগুলোর ৩৩ সদস্যের ব্লক, কমিউনিটি অব ল্যাটিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস (সিইএলএসি)-এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

২০২৩ সালের গোড়ার দিকে ক্ষমতায় আসার পর থেকে লুলা চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই সম্পর্ক উন্নত করার চেষ্টা করে আসছেন।

বেইজিং ব্রাজিলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। জাতিসংঘের কমট্রেড ডাটাবেস-এর তথ্য অনুসারে, গত বছর চীনে দেশটির রপ্তানি ৯৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

দক্ষিণ আমেরিকার কৃষিখাতে শক্তিধর দেশ ব্রাজিল চীনে মূলত সয়াবিন ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি করে। অপরদিকে এশিয়ান জায়ান্ট চীন ব্রাজিলে সেমিকন্ডাক্টর, টেলিফোন, যানবাহন ও ওষুধ বিক্রি করে থাকে।

চীন ল্যাটিন আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বহিরাগত প্রভাবশালী দেশ হিসেবে প্রতিস্থাপন করতে চাচ্ছে। চীন ল্যাটিন আমেরিকার নেতাদের ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

ল্যাটিন আমেরিকার দুই-তৃতীয়াংশ দেশ বেইজিংয়ের ট্রিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো কর্মসূচিতে যোগ দিয়েছে। ব্রাজিল, পেরু ও চিলিসহ অন্যান্য দেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০