পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২৩:৪৫
ছবি: বাসস

পঞ্চগড়, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): পঞ্চগড় সদর উপজেলার সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে অফিসের ভেতর থেকে চারজন দালালকে আটক করা হয়।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার কোরবান আলী ও আব্দুল কাদের, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের হাসিনুর রহমান এবং চেকরমারী এলাকার সলেমান আলী।

দুদক সূত্র জানায়, এনফোর্সমেন্ট টিম দীর্ঘ সময় ছদ্মবেশে অফিসে অবস্থান নিয়ে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং তাদের কথোপকথন রেকর্ড করে। দেখা যায়, দালালরা অফিসের ভেতরে কর্মচারীর ছদ্মবেশে থেকে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পরবর্তীতে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হোসেন বলেন, দালালদের অনেকবার সতর্ক করা হয়েছিল, তবুও তারা প্রতারণা চালিয়ে যাচ্ছিল।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, দুদকের অভিযানে আটক চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, ভূমি সেবা নিতে আসা মানুষদের দালাল চক্র প্রতারণা ও হয়রানি করছে—এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০