পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২৩:৪৫
ছবি: বাসস

পঞ্চগড়, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): পঞ্চগড় সদর উপজেলার সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে অফিসের ভেতর থেকে চারজন দালালকে আটক করা হয়।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার কোরবান আলী ও আব্দুল কাদের, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের হাসিনুর রহমান এবং চেকরমারী এলাকার সলেমান আলী।

দুদক সূত্র জানায়, এনফোর্সমেন্ট টিম দীর্ঘ সময় ছদ্মবেশে অফিসে অবস্থান নিয়ে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং তাদের কথোপকথন রেকর্ড করে। দেখা যায়, দালালরা অফিসের ভেতরে কর্মচারীর ছদ্মবেশে থেকে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পরবর্তীতে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হোসেন বলেন, দালালদের অনেকবার সতর্ক করা হয়েছিল, তবুও তারা প্রতারণা চালিয়ে যাচ্ছিল।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, দুদকের অভিযানে আটক চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, ভূমি সেবা নিতে আসা মানুষদের দালাল চক্র প্রতারণা ও হয়রানি করছে—এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০