প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:১১
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্তকরণ ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও গতিশীল করতে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

এ সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন।

আজ সোমবার ইসির উপসচিব এম. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, ইসি সচিবের নেতৃত্বে একটি প্রশাসনিক ও একটি টেকনিক্যাল টিম যুক্তরাষ্ট্র সফরে যাবে।

প্রশাসনিক টিমে থাকবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর, একই বিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এবং উপ-প্রধান মোহাম্মদ মুস্তফা হাসান।

সফরসূচি অনুযায়ী, তারা আগামী ১৯ সেপ্টেম্বর বা নিকটবর্তী কোনো তারিখে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সফর শেষে ২৯ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

ইসির টেকনিক্যাল টিমও এ সফরে অংশ নেবে। এ টিম যুক্তরাষ্ট্রে সরঞ্জাম ও সিস্টেম স্থাপন, তা তত্ত্বাবধান এবং স্থানীয় দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানে দায়িত্ব পালন করবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসের কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম ত্বরান্বিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০